Hoop VideoHoop Viral

Dance Video: পবন সিংকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অক্ষরা, বাচ্চাদের সামনে দেখবেন না

বর্তমানে হিন্দি সিনেমার পাশাপাশি ভোজপুরি সিনেমা মানুষের মন জয় করতে অনেক বেশি উঠে পড়ে লেগেছে। এখানে থাকা অভিনেতারা তাদের যতটা সম্ভব সুন্দর অভিনয় করে, মানুষের মন জয় করে নিচ্ছে অভিনেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দীনেশ লাল যাদব, খেসারি লাল যাদব, পবন সিং আরও অনেকে। তবে এরাও তো অনেকদিন ধরেই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বিরাজ করছেন নতুন নতুন ছেলে মেয়েরাও কিন্তু আসছে। পুরনো দিনের সিনেমার পাশাপাশি গানগুলোও কিন্তু এখন অনেকটাই হিট হয়। সিনেমাগুলো প্রায় পাঁচ-ছ বছর হয়ে যাওয়ার পরও মানুষ কিন্তু এখনো ভালোবাসা দিয়ে যাচ্ছে।

তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টারদের সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক।

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরী সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।

সম্প্রতি রীতেশ পান্ডে আর অক্ষরা সিংয়ের অসাধারণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পরিবার বাতেগা এই গানের সঙ্গে উদ্দাম নেচেছেন দুই নায়ক নায়িকা। ভিডিও শুরু হওয়ার পরেই দেখা যাচ্ছে, তারা দুজন দুর্দান্ত রোমান্স করছেন তার এই লাস্যময়ী নাচ দেখে কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছেন না অভিনেতা। গানের পরতে পরতে ছড়িয়ে আছে রোমান্টিক দৃশ্য। অভিনেত্রীদের ফ্যানেদের মধ্যে শুরু হয়ে গেছে রীতি মতন পাগলামো। তারা প্রত্যেকেই কমেন্ট করে বাহবা জানিয়েছেন।

‘সি ভি ফিল্মস’ নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি প্রকাশ্যে আনা হয়েছিল। এখনো পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন প্রায় 2 কোটি মানুষ এবং পছন্দ করেছেন প্রায় এক লক্ষ মানুষ। ইচ্ছা করলে আপনিও দেখে নিতে পারেন অসাধারণ ভিডিও –