Advertisements

Rohaan Bhattacharjee: অঙ্গনাকে পেয়েই সৃজলার সঙ্গে সম্পর্ক অস্বীকার! রোহনের মন্তব্যে হইচই নেটপাড়ায়

Nirajana Nag

Nirajana Nag

Follow
Advertisements

বিনোদন জগতে প্রেম ভাঙার বহু দুর্নাম রয়েছে। প্রিয় তারকা জুটি, যাদের মধ্যে এক সময় গভীর প্রেম দেখা গিয়েছে, তারাই এক সময়ে পরস্পরের অচেনা হয়ে ওঠেন। এমন বহু সম্পর্ক ভাঙার সাক্ষী রয়েছেন নেটজগতের বাসিন্দারা। কিন্তু তাই বলে অতীতকে কি অস্বীকার করা যায়? অথচ অভিনেতা রোহন ভট্টাচার্যের (Rohaan Bhattacharjee) এমনি এক মন্তব্য নিয়ে বর্তমানে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সৃজলার সঙ্গে ভাঙে সম্পর্ক

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য। বিভিন্ন মেগা সিরিয়ালে তাঁর অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবনে একটি সম্পর্কের জেরে চর্চায় ছিলেন তিনি। মডেল অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে তাঁর সম্পর্কটা ছিল ওপেন সিক্রেট। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ঘনিষ্ঠ যুগল ছবি, একসঙ্গে সময় কাটানো, একসঙ্গে জন্মদিন উদযাপন করা, রোহন সৃজলার জুটি বেশ পছন্দ ছিল নেটিজেনদেরও। কিন্তু ২০২২ এই হঠাৎ ভাঙন ধরে তাঁদের সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় সে কথা নিজেরাই জানিয়েছিলেন রোহন সৃজলা।

রোহনের মন্তব্য ঘিরে শোরগোল

দু বছর পর এখন হঠাৎ করেই রোহনের একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে শোরগোল। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রোহন বলেন, তিনি নাকি কোনো সম্পর্কেই ছিলেন না। অভিনেতা বলেন, তাঁকে কেউ নিজের জীবন থেকে হারালে সেটা তাঁর লস। অভিনেতার নয়। সবকিছু থেকেই শিক্ষা নেওয়া উচিত। রোহন আরো বলেন, এক একটি সম্পর্কে মানুষ নিজের কথা ভাবে না। অপর মানুষটি কীসে ভালো থাকবে সেটা ভাবতে গিয়ে নিজের ভালো থাকার কথাটা ভুলে যায়।

অঙ্গনায় মজেছেন রোহন

সৃজলার সঙ্গে অনেক দিনই হল সম্পর্ক ভেঙেছে রোহনের। তবে বর্তমানে অঙ্গনা রায়ের সঙ্গে অভিনেতার সম্পর্কের গুঞ্জন উঠেছে তুঙ্গে। ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালে জুটি হিসেবে দেখা গিয়েছে রোহন এবং অঙ্গনাকে। তবে সিরিয়ালের আগেই নাকি আলাপ হয়েছিল রোহন অঙ্গনার। ২০২২ সালে একটি মিউজিক ভিডিও শুটের সময়ে প্রথম পরিচয় হয় তাঁদের। তারপর একসঙ্গে সিরিয়াল। বর্তমানে অঙ্গনা অবশ্য সিরিয়াল ছেড়ে দিয়েছেন। কিন্তু তাঁদের সম্পর্ক যে আরো গভীর হয়েছে তার গুঞ্জন কান পাতলেই শোনা যাচ্ছে টেলি পাড়ায়।

Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখা...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow