Hoop PlusTollywood

সঙ্গী দ্বিচারিতা করলে তাকে ত্যাগ করাই শ্রেয়, নাম না করে শ্রাবন্তীকে কটাক্ষ তৃতীয় স্বামী রোশনের

রোশন সিং এবং শ্রাবন্তী চ্যাটার্জি। একদিন প্রেমের জোয়ারে গা ভাসিয়েছিলেন। এক বছর প্রেম করতে করতে হঠাৎ ঠিক করেন আর প্রেম নয় এবার বিয়ের পিঁড়িতে বসা যাক। এরপর শুধুমাত্র বাড়ির সদস্যদের উপস্থিতিতেই পাঞ্জাবী মতে গুরুদ্বারে পাঞ্জাবি মুন্ডার সাথে বাঙালি কন্যার বিয়ে সম্পন্ন হয়। রোশনের এই বিয়ে প্রথম হলেও শ্রাবন্তীর ছিল এটি তৃতীয় বিয়ে। রোশন সব জেনেই ঝিনুককে নিয়ে শুরু করেন নিজেদের সুখের সংসার। শ্রাবন্তী নিজের অভিনয়ের পাশাপাশি পাঞ্জাবি বর আর শ্বশুর বাড়ি নিয়ে বেশ সুখেই সংসার করছিলেন। সব কিছুই অভিনেত্রীর স্বপ্নের মতো চলছিল।

দেড় বছর হতে না হতেই এদের প্রেম জানলা দিয়ে উধাও হয়ে যায়। পুজোর আগে থেকেই আলাদা থাকা শুরু করে দেন। একজন উত্তর তো অন্যজন দক্ষিণে থাকা শুরু করে দিয়েছেন। ভালোবাসার ঘাটতি দেখা দিয়েছে এই দম্পতির। প্রথমে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ডিসেন্টসিং তারপর আসল জীবনে এখন কেউ কাউকে সহ্য করতে পারছিলেনা। এমনকি নিজেদের যে সুন্দর মুহূর্তগুলি গেঁথে ছিলেন সেগুলিও আজ উধাও করে দিয়েছেন। শুধুই এখন দুজনের ইন্সটাগ্রাম জুড়ে তির্যক মন্তব্য। এদিকে নিজেদের বিচ্ছেদ নিয়ে সরাসরি কোনো মন্তব্য কেউ করছেননা।

শ্রাবন্তী এখন নিজের জীবনে বেশ এগিয়ে গিয়েছেন। না না কোন নতুন বসন্ত নিয়ে নয়। নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত। হাতে রয়েছে অনেক গুলি সিনেমার প্রজেক্ট সাথে রয়েছে ওয়েব সিরিজের কাজ। এর মধ্যে রাজনীতির ময়দানে মার্চ মাসে পাকাপোক্ত নাম লিখিয়েছেন। বিজেপিতে নাম লিখিয়েছেন তিনি। সোনার বাংলা গড়ার শপথ নিয়েছেন। রাজনীতিতে পা রাখার পর অভিনেত্রীকে বেশ ট্রোলড হতে হয়। একসময়ে এক সংবাদমাধ্যমে ফোনে সাক্ষাৎকারের সময় স্ত্রীকে শুভেচ্ছা জানান রোশন। অভিনেত্রীর নতুন পথ চলা সফল হোক। দেশের জন্য তিনি আরও ভাল কাজ করুন আর আনন্দে থাকুক অভিনেত্রী। দূরে থেকে এই কামনাই করলেন তিনি।

অফিশিয়াল ডিভোর্স হয়নি তবে এখন আলাদাই থাকেন শ্রাবন্তী-রোশন। নিজের জিমের ব্যবসায় মন দিয়েছেন রোশন। এর মধ্যে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ সক্রিয় হয়ে উঠেছেন তিনি। প্রায়শই নিজের মতো একা থাকার নানান পোস্ট করেন। মাঝে মাঝে স্ত্রীকে বিঁধতেও ভোলেননা। এর মাঝে আবার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ফের তির্যক মন্তব্য করলেন। নিজের স্টোরিতে লিখলেন, ‘সঙ্গী দ্বিচারিতা করলে তাকে ত্যাগ করাই শ্রেয়। বিশেষ করে সে যদি তোমার অনুপস্থিতিতে অন্যের সঙ্গে শয্যা ভাগ করে!’ এরপরই প্রশ্ন ওঠে কাকে উদ্দেশ্য করে একথা লিখলেন। উত্তর অবশ্য মেলেনি। শ্রাবন্তীর দ্বিচারিতার এদের সম্পর্কে ভাঙন প্রশ্ন অনেক। উত্তর সময়ই বলবে।

Related Articles