whatsapp channel

আজ মুখোমুখি ব্যাঙ্গালোর বনাম হায়দ্রাবাদ, দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) চেন্নাইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) দুই উইকেটে পরাজিত করে ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত করে। খেলার শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল। বিরাট কোহলির…

Avatar

HoopHaap Digital Media

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) চেন্নাইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) দুই উইকেটে পরাজিত করে ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্ত করে। খেলার শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল আজ অর্থাৎ বুধবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) সাথে তাদের দ্বিতীয় লড়াই লড়তে চলেছে।

অন্যদিকে, সানরাইজার্স টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করতে পারেনি। চিপকে তারা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)কাছে ১০ রানে পরাজিত হয়। চেন্নাইয়ে সানরাইজার্স এখনও একটিও ম্যাচ জিততে পারেনি সানরাইজার্স। তবে, হেড-টু-হেড গণনায়, ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল আরসিবির বিরুদ্ধে ১০-৭ এ এগিয়ে রয়েছে।

চিপকের পিচটি ব্যাটিংয়ের জন্য মোটামুটি শালীন ছিল। তবে ট্র্যাকটি ধীর হওয়ার লক্ষণ দেখিয়েছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। প্রথমে ব্যাট করা নিরাপদ হিসেবে মনে করছে বিশেষজ্ঞরা। পাওয়ারপ্লেতে রান করা কঠিন হবে। মেঘ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

ব্যাঙ্গালোর বনাম হায়দ্রাবাদ

সামগ্রিক ম্যাচ খেলেছেন – ১৮টি । সানরাইজার্স হায়দরাবাদ– ১০ । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৭ । এন/আর – ১
নিরপেক্ষ ভেইনুতে খেলেছেন – ৩টি | সানরাইজার্স হায়দরাবাদ – ২ । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১। এন/আর – ০

হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশঃ ডেভিড ওয়ার্নার , ঋদ্ধিমান সাহা, মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, আব্দুল সামাদ, মোহাম্মদ নবি/জেসন হোল্ডার, বিজয় শঙ্কর, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, টি নটরাজন।

ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশঃ দেবদত্ত পাদিককাল, বিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর, এবি ডি ভিলিয়ার্স , গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media