Hoop TechHoop Trending

শেষের মাসে ব্যাপক সেল হল Royal Enfield বাইকের, পড়ুন বিস্তারিত

ভারতের বাজারে করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলি প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছিল। কিন্তু বছরের শেষে আনলক প্রক্রিয়া চালু হওয়ায় কোম্পানি গুলি ফের কিছুটা হলেও লাভের মুখ দেখেছে। এরইমধ্যে ভারতের জনপ্রিয় বাইক মেকার কোম্পানি Royal Enfield তাদের বছরের শেষ মাসের সেলস রিপোর্ট প্রকাশ করেছে যা সত্যিই আনন্দজনক। দেখা গিয়েছে বছরের শেষ মাসে কোম্পানির বেশ লাভ হয়েছে। যেখানে ২০১৯ সালের শেষ মাসে কোম্পানির বিক্রিত বাইকের পরিমাণ ছিল ৫০৪১৬ টি সেখানে ২০২০ এর শেষ মাসে কোম্পানি ৬৮৯৯৫ ইউনিট বাইক বিক্রি করেছে।

এবারে ভারতের বাজারে কোম্পানি ডিসেম্বর মাসে ডোমেস্টিক সেল করেছে ৬৫৪৯২ ইউনিটের। কিন্তু আগের বছর অর্থাৎ ২০১৯ এ এর ডিসেম্বর মাসে পরিমাণ ছিল ৪৮৪৮৯ ইউনিট। কোম্পানি এক বছরে ডিসেম্বর মাসে তাদের ডোমেস্টিক মার্কেট সেলে প্রভূত উন্নতি করেছে। পরিসংখ্যান অনুযায়ী এক বছরে কোম্পানি তাদের ডোমেস্টিক মার্কেট সেল ৩৫ শতাংশ বৃদ্ধি করেছে।

এরপর আসা যাক কোম্পানির বাইরের মার্কেটে বাইক বিক্রি সম্বন্ধে। কোম্পানি চলতি বছরে ডিসেম্বর মাসে ৩৫০৩ ইউনিট বাইক ভারতের বাইরে বিক্রি করেছে। যেখানে আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ডিসেম্বর মাসে ভারতের বাইরে বিক্রি হওয়া বাইকের পরিমাণ ছিল ১৯২৭ ইউনিট। পরিসংখ্যান অনুযায়ী এক বছরের মধ্যে কোম্পানি ডিসেম্বর মাসে তাদের ভারতের বাইরে এক্সপোর্ট করা বাইকের বিক্রির পরিমাণ ৮২ শতাংশ বৃদ্ধি করেছে।

Related Articles