Hoop PlusTollywood

কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কির দাম্পত্য বিবাদ নিয়ে মুখ খুললেন বিরোধী দলের রুদ্রনীল ঘোষ

কাঞ্চনের সঙ্গে রুদ্রনীলের বন্ধুত্ব বহুদিনের। দুজন একসঙ্গে অনেক কাজ করেছেন। কাজের চাপে দুজনের সঙ্গে দেখা কম হওয়ার দরুন কাঞ্চনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অজ্ঞাত রুদ্রনীল ঘোষ।

গত দুদিন ধরে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের পরকীয়া মাথা চাড়া দিয়ে উঠেছে। এর মধ্যে কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দোপাধ্যায় এই ব্যাপারে মুখ খুলেছেন সংবাদমাধ্যমের কাছে, যার পরিণতি ভয়ানক হয়। মাঝ রাস্তায় শ্রীময়ী চট্টরাজের থেকে ওপেন থ্রেট পেতে হয় এবং কাঞ্চন নিজেও মদ্যপ অবস্থায় হেনস্থা করেন পিঙ্কিকে। তন্মধ্যে, পিঙ্কি নিউ আলিপুর থানায় দুজনের নামে অভিযোগ দায়ের করেন। পেজ থ্রির শিরোনামে এখন নুসরত, শ্রাবন্তীর পাশাপাশি কাঞ্চন-শ্রীময়ী-পিঙ্কি’র দাম্পত্য বিবাদ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই তিনজনের খবর চাউর হতেই কাঞ্চনের পুরোনো বন্ধু এবং বিরোধী দল কর্মী রুদ্রনীল ঘোষ এই ব্যাপারে বাক্য ব্যয় করেন। তিনি জানান যে কাঞ্চনের ব্যাপারে তিনি যা যা শুনতে পাচ্ছেন, তা একেবারেই ‘কাঞ্চন-সুলভ’ আচরণ নয়।

রুদ্রনীল ঘোষ জানান যে কাঞ্চন ও পিঙ্কির সম্পর্কের মধ্যে কোনও রকম অস্বাভাবিকত্ব ছিল না। অবশ্য, কাঞ্চনের মা মারা যাওয়ার পরে বাড়ি ফাঁকা থাকত মাঝে মাঝেই। তখন চেতলার বা়ড়িতে ছেলেকে নিয়ে থাকতেন পিঙ্কি। সেটাও কোনও বিবাদের কারণে ছিল কিনা তা জানা নেই। কাঞ্চন প্রসঙ্গে রুদ্রনীল এও বলেন যে কাঞ্চন একজন সাদামাঠা মানুষ। কিছু মানুষ ব্যক্তি স্বার্থে কা়ঞ্চনকে ভুল বুঝিয়ে ব্যবহার করেছে। তাহলে তৃতীয় ব্যাক্তির প্রবেশ নিয়ে কি বলবেন রুদ্রনীল? এই ব্যাপারে তিনি কিছুই জানতেন না বলে জানিয়েছেন, সবটাই খবরের কাগজ থেকে তার জানা। তবুও রুদ্রনীল সংবাদমাধ্যমে বলেছেন যে যদি দু’জনের মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশের অভিযোগ সত্যি হয়ে থাকে, তা হলে সেটা দুঃখজনক। এবং এর থেকে কাঞ্চনের সরে আসা উচিত এবং পিঙ্কির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ধরে রাখা উচিত।

Related Articles