ভোটে হেরেও কথা রাখলেন সায়নী, ছোট্ট শিশুদের হাতে তুলে দিলেন ছাতা, মাস্ক, খাবার

2 রা মে ভোটের ফল বেরিয়ে গিয়েছে। অভিনেত্রী সায়নী ঘোষ (saayoni ghosh) তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আসানসোল (দক্ষিণ) বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। কিন্তু 2 রা মে তিনি পরাজিত হন। পরাজিত…

HoopHaap Digital Media

2 রা মে ভোটের ফল বেরিয়ে গিয়েছে। অভিনেত্রী সায়নী ঘোষ (saayoni ghosh) তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আসানসোল (দক্ষিণ) বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। কিন্তু 2 রা মে তিনি পরাজিত হন। পরাজিত হয়েও করোনাকালে সায়নী ভোলেননি তাঁর দায়িত্ব। তাই এবার আসানসোলের শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সায়নী।

20 শে মে, আসানসোল দক্ষিণের কালীপাহাড়ী অঞ্চলের কোড়াপাড়া, কাকরডাঙা এলাকার শিশুদের পুষ্টিকর খাদ্যসামগ্রী, মাস্ক, সাবান এবং ছাতা বিতরণ করলেন সায়নী। এখানেই সায়নীর বুদ্ধিমত্তা। সায়নী ভোলেননি রোদ ও বৃষ্টি থেকে বাঁচতে শিশুদের ছাতার দরকার। কিন্তু সত্যি কথা বলতে কি, শিশুরা বড়দের মত সাধারণ একরঙা ছাতা নিতে চায় না। তাদের কিন্তু বাহারী ছাতাই পছন্দ। একটি মেয়ে হিসাবে সায়নী ভুলে যাননি সেই কথা। হয়তো নিজের শৈশবের কথাও তাঁর মনে পড়েছে। তাই এদিন শিশুদের হাতে তিনি তুলে দিলেন রঙবেরঙের বাহারী ছাতা। তারা তো খুব খুশি।

এছাড়াও সায়নীর দেওয়া খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সয়াবীন, দালিয়া, ছাতু, ছোলার ডাল, বিস্কুট। খাদ্যসামগ্রী ছাড়া প্রত্যেকের জন্য ছিল দুটি করে মাস্ক ও দুটি ডেটল সাবান। সায়নী নিজের হাতে শিশুকন‍্যাদের মুখে মাস্ক পরিয়ে দিলেন।

অপরদিকে মেয়েরাও প্রস্তুত হয়ে ছিলেন সায়নীকে অভ্যর্থনা জানানোর জন্য। সবার পরনে ছিল হলুদ-লাল শাড়ি, গলায় মুক্তোর হার, মাথার খোঁপায় ফুল। রীতিমত করোনা বিধি মেনে, সোশ্যাল ডিসট‍্যান্স মেনে, মুখে মাস্ক পরে সায়নীকে ‘ওয়েলকাম’ জানালেন সবাই। ছোট মেয়েরা সায়নীকে বরণ করে নিল। তাদের হাতে ছিল সায়নীর প্রতি এগিয়ে যাওয়ার বার্তা ও সাথে থাকার প্রতিশ্রুতি পূর্ণ প্ল‍্যাকার্ড। সায়নী নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করেছেন। নেটিজেনরাও সায়নীর এই উদ্যোগে খুব খুশি হয়েছেন।

Leave a Comment