whatsapp channel

Sandhya Mukhopadhyay: বিপদমুক্ত নন সন্ধ্যা, আগামী সপ্তাহে হতে‌ পারে অপারেশন

গত বৃহস্পতিবার সকাল থেকে শ্বাসকষ্ট অনুভব করায় কিংবদন্তী গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)-কে গ্রীণ করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র তত্ত্বাবধানে সন্ধ্যার চিকিৎসা শুরু হলে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। ফলে মমতার উদ্যোগেই আরও উন্নত পরিষেবার জন্য সন্ধ্যাকে ওই দিনই ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে।

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

গত বৃহস্পতিবার সকাল থেকে শ্বাসকষ্ট অনুভব করায় কিংবদন্তী গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)-কে গ্রীণ করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র তত্ত্বাবধানে সন্ধ্যার চিকিৎসা শুরু হলে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। ফলে মমতার উদ্যোগেই আরও উন্নত পরিষেবার জন্য সন্ধ্যাকে ওই দিনই ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে।

Advertisements

Advertisements

উডবার্ন ওয়ার্ডে সন্ধ্যার জন্য একটি বিশেষ মেডিক্যাল টিম তৈরি হয়েছিল। তাঁরা আগেই জানিয়েছিলেন, সন্ধ্যার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। বুধবার রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন সন্ধ্যা। ফলে ভেঙে যায় তাঁর উরুর হাড়। আপাতত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন নব্বই বছর বয়সী গায়িকা। শনিবার অ্যাপোলো হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, পূর্বের থেকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি বিপন্মুক্ত নন সন্ধ্যা। মুখে খাবার খেতে পারছেন তিনি। এমনকি চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন। তবে হৃদযন্ত্রের সমস্যার কারণে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে তাঁকে নিয়মিত ওষুধ দেওয়া হচ্ছে। এখনও তাঁর হৃৎস্পন্দন অনিয়মিত। এই মুহূর্তে সন্ধ্যাকে কোভিড আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এছাড়াও সন্ধ্যার ফুসফুসে সংক্রমণ রয়েছে। তাঁকে এখনও অবধি 2 লিটার অক্সিজেন দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই হতে চলেছে সন্ধ্যার ভেঙে যাওয়া উরুর হাড়ের অস্ত্রোপচার।

Advertisements

উডবার্ন ওয়ার্ডের বিশেষজ্ঞ টিমের পাশাপাশি সন্ধ্যার চিকিৎসার জন্য এসেছিলেন ডক্টর সুকুমার মুখার্জী (Sukumar Mukherjee)-ও। সন্ধ্যার চিকিৎসার তত্ত্বাবধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসা যত এগোতে থাকে, জানা যায়, বারবার পড়ে যাওয়ার ফলে হার্টের ধাক্কা লেগেছে। ফলে দেখা দিয়েছে, হার্টের সমস্যা। এরপরেই মুখ্যমন্ত্রী এসএসকেএম থেকে সন্ধ্যাকে অ্যাপোলোয় স্থানান্তরিত করার ঘোষণা করেন। উপরন্তু উডবার্নে কোভিডের চিকিৎসা না হওয়ার কারণে সন্ধ্যাকে অ্যাপোলোর কোভিড আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করার প্রয়োজন ছিল।

Advertisements

অ্যাপোলো হাসপাতাল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, সন্ধ্যার চিকিৎসার জন্য মোট পাঁচ সদস্যের মেডিক্যাল টিম গঠিত হয়েছে। এই টিমে রয়েছেন কার্ডিওথোরাসিক ডঃ সুশান মুখোপাধ্যায় (Sushan Mukherjee), কার্ডিওলজিস্ট ডঃ প্রশান্ত মন্ডল (Prashanta Mandal)। তাঁদের যৌথ নেতৃত্বে বোর্ডের অপর তিন সদস্য হলেন জেনারেল মেডিসিন ডঃ শ‍্যামাশিস বন্দ্যোপাধ্যায় (Shyamashish Bandyopadhyay), পালমনোলজিস্ট ডঃ সুরেশ রামাসুব্বন (Suresh Ramasubban), দেবরাজ যশ (Devraj Yash)। কোভিড আইসোলেশন ওয়ার্ডের 202 নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন সন্ধ্যা। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media