Hoop NewsHoop Trending

এসবিআই গ্রাহকদের জন্য সুখবর! এখন বাড়িতে বসেই মিলবে এই ৮টি দুর্দান্ত পরিষেবা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সারা ভারতবাসীর খুব পরিচিত ব্যাঙ্ক। আর এই ব্যাঙ্কের ইন্টারনেট পোর্টাল থেকে সাধারণ মানুষ একাধিক পরিষেবা পেয়ে থাকেন ৷ এর মাধ্যমেই স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা অ্যাকাউন্টের নিজেদের ব্যালেন্স চেক করা থেকে, ফান্ড ট্রান্সফার, নতুন চেক বুকের জন্য আবেদন, ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷ এছাড়া এই ল পরিষেবাগুলি ছাড়া এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংর মাধ্যমে টাকা ফিক্সড ডিপোজিট ও রেকার্রিং জমা করার নানান সুবিধা দিয়ে থাকে ৷ আর এই ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করার জন্য ইউজার নেম ও পাসওর্য়াডের দরকার পড়বে ৷

আর এবার থেকে আপনি বাড়িতেই বসে স্টেট ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কিং লেনদেনের সুবিধা পাবেন ৷ এই পরিষেবার সাহায্যে আপনি যে কোনও জায়গা থেকে ব্যাঙ্কিং এর লেনদেন করতে পারবেন। কিভাবে করবেন সেটি টুইটের মাধ্যমে স্টেট ব্যাঙ্কের তরফে সকলকে জানানো হয়েছে। বাড়িতে বসে এই ৮টি কাজ করতে পারবেন গ্রাহকরা ৷ টাকা লেনদেন, এটিএম কার্ডের জন্য আবেদন, ডিপোজিট অ্যাকাউন্ট সংক্রান্ত কাজ, বিল পেমেন্ট, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, চেক বুকের জন্য আবেদন, ইউপিআই শুরু ও বন্ধ করা, ট্যাক্স পেমেন্ট ৷

কিভাবে করবেন সেই ব্যপারে বলে বলে দেওয়া হয়েছ ব্রাঞ্চে যাওয়ার সময় না থাকলে এবার বাড়িতে বসেই নেট ব্যাঙ্কিং পরিষেবার জন্য রেজিষ্টার করতে পারবেন ৷ এটা পুরোপুরি ভাবে অনলাইনে করা যেতে পারে ৷

১) এর জন্য প্রথমে এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের হোমপেজ onlinesbi.com এ যেতে হবে

২) এরপর অপশান আসবে “New User Registration/Activation” এ ক্লিক করতে হবে

৩) এরপর অ্যাকাউন্ট নম্বর, CIF নম্বর, ব্রাঞ্চ কোড, দেশ, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং অন্যান্য জরুরি পরিষেবা সিলেক্ট করে “submit” বটন ক্লিক করে নেবেন।

৪) এরপর রেজিস্টার্ড নম্বরে চলে আসবে ওটিপি।

৫) এরপর এটিএম কার্ড সিলেক্ট করতে হবে,আর যদি আপনার এটিএম কার্ড না থাকে তাহলে বাকি প্রক্রিয়াটি ব্যাঙ্ক পুরো করে থাকে।

৬) টেম্পেরারি ইউজারনেম নোট করে নতুন লগইন পাসওয়ার্ড বানাতে হবে ৷ এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরো করার জন্য সাবমিট বটনে ক্লিক করতে হবে। এরপর শুরু হয়ে যাবে ব্যাঙ্কিং অনলাইন পরিষেবা।

whatsapp logo