Hoop Life

Lifestyle: চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, চাকরিস্থলে সাফল্য পেতে কাজে লাগবে এই টোটকা

অযথা কি ভাবছেন যে চাকরিটা চলে যাবে? চাকরিটা চলে গেলে তারপরে কী করবেন? এই দুশ্চিন্তায় কী রাতে ঘুমাতে পারছেন না? অথবা চাকরিতে প্রমোশন হচ্ছে না? বা মনের মতন চাকরি স্থল কিছুতেই বেছে নিতে পারছেন না? কিছু চিন্তা করবেননা Hoophaap এর পাতায় জলদি দেখে নিন কিভাবে এই টিপসগুলি আপনার চাকরিকে নিশ্চিত জায়গায় ভালো করে দিতে পারে।

১) চাকরিস্থলে ডেস্ক এর উপরে একটি কাঁচের গ্লাসের মধ্যে জল দিয়ে গ্লাসের উপরে চাপা দিয়ে রেখে দিন। এই জল যেমন আপনি পান করতে পারেন। ঠিক তেমনি আপনি কি জানেন এই জল আপনার ওই চাকরিস্থলে কত পজিটিভ এনার্জি আনতে পারে।

২) চাকরিস্থলে ডেস্ক এর উপরে লাকি বাম্বু রাখতে পারেন, বাস্তুবিদরা মনে করে, লাকি বাম্বু আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম।

৩) চাকরিস্থলে কখনো প্রবেশদ্বারের সামনে বসতে নেই, এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত খারাপ হতে পারে।

৪) চাকরিস্থলে গিয়ে কখনো দুটি পাকে ক্রস করে বসবেন না। এটিও বাস্তুবিদরা বলছেন, নেগেটিভ শক্তি আপনার মধ্যে উৎপন্ন হতে পারে। যার ফলে চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে।

৫) কম্পিউটার দক্ষিণ-পূর্ব দিকে রাখুন, বাস্তুমতে, এই দিক আপনার কাজের জন্য অত্যন্ত শুভ হবে।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Related Articles