BollywoodHoop Plus

Sheil Sagar: কেকের পর মাত্র বাইশ বছরেই প্রয়াত তরুণ সঙ্গীতশিল্পী

বিনোদন জগৎ থেকে গত কয়েক বছরে বারবার আসছে দুঃসংবাদ। করোনা পরিস্থিতিতেও বিনোদন মানুষকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু শিল্পীরা যেন রাহুগ্রস্ত হয়ে পড়েছে। বিনোদনের সূর্য মুখ ঢেকেছে কালো মেঘে। 31 শে মে, কলকাতার বুকে অনুষ্ঠান করতে এসে নক্ষত্রলোকে পাড়ি দিয়েছেন কেকে (KK)। আচমকা এই আঘাত এখনও সামলে উঠতে পারেননি কেকে-র অনুরাগীরা। এর মধ্যেই মৃত্যু ঘটল আরও এক উঠতি সঙ্গীতশিল্পীর। বুধবার, পয়লা জুন, মাত্র বাইশ বছর বয়সে প্রয়াত হলেন দিল্লির ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার ও মিউজিশিয়ান শেইল সাগর (Sheil Sagar)।

শেইলের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তাঁর প্রথম অ্যাকুস্টিক সিঙ্গল ‘ইফ আই ট্রায়েড’-এর মাধ্যমে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শেইল। 2021 সালে তাঁর আরও তিনটি সিঙ্গল ‘স্টিল’, ‘বিফোর ইট গোজ’, ‘মিস্টার মোবাইল ম্যান লাইভ’ রিলিজ করেছিল। তাঁর ব্যারিটোন ভয়েসের কারণে শেইল ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছিলেন। ‘মিস্টার মোবাইল ম্যান লাইভ’ রেকর্ড হয়েছিল গুরুগ্রামের পিয়ানো ম্যান জ্যাজ ক্লাবে। বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছিলেন শেইল।

হংসরাজ কলেজের ছাত্র শেইলের এক বন্ধু জানিয়েছেন, দিল্লী মিউজিক সার্কিটের এক রত্নকে হারালেন তাঁরা। এই বন্ধুর সঙ্গে অনলাইন ক্লাস করতেন শেইল। সেইসময় তাঁরা দুজনেই সানগ্লাস ও বো-টাই পরে তাঁদের প্রেজেন্টেশন দিতে বসতেন। শেইলের বন্ধুরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকপ্রকাশ করেছেন।

শেইলের গান স্পটিফাই-তে চল্লিশ হাজারেরও বেশি স্ট্রীম হয়েছে। পিয়ানো, গিটার ও স্যাক্সোফোন বাজাতে পারতেন শেইল। এমনকি একসময় হংসরাজ কলেজের মিউজিক সোসাইটির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি।

whatsapp logo