whatsapp channel

যেন সাক্ষাৎ দেবী সরস্বতী, বীণাপাণি রূপে প্রশংসা কুড়োলেন অভিনেত্রী শ্রীমা

শ্রীমা ভট্টাচার্য কলেজে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়ার সময় মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন। এরপর ২০১৬ সালে অভিনয় জগতে পা রাখেন। তাঁর প্রথম টেলিভিশন ধারাবাহিক কালার্স বাংলার 'নাগলীলা'। টেলিভিশনের পর্দায় তাঁর…

Avatar

HoopHaap Digital Media

শ্রীমা ভট্টাচার্য কলেজে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়ার সময় মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন। এরপর ২০১৬ সালে অভিনয় জগতে পা রাখেন। তাঁর প্রথম টেলিভিশন ধারাবাহিক কালার্স বাংলার ‘নাগলীলা’। টেলিভিশনের পর্দায় তাঁর অভিনয় সবাই পছন্দ করেছেন। এরপর ২০১৭ সালে জি বাংলাতে অর্জুন চক্রবর্তীর বিপরীতে ‘জামাই রাজা’ ধারাবাহিকে অভিনয় করেছেন। নীলাশার চরিত্র দর্শকের বেশ ভালো লেগেছে। এই ধারাবাহিকে বেশ জনপ্রিয়তার পর জি বাংলা অরিজিনালে টেলি ফিল্মে কাজ করেছেন শ্রীমা।

এরপর এক বছরের কিছুটা বেশি সময় জনপ্রিয় ধারাবাহিক ‘বেদের মেয়ে জোৎস্না’ ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রীমা। সপ্রতিদিন তাঁকে টেলিভিশনের পর্দায় দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দর্শক। কিছুদিন আগেই শেষ হয়েছে সে ধারাবাহিকের শুটিং। আপাতত অভিনেত্রী ধারাবাহিক ছেড়ে ওয়েব সিরিজে অভিনয় করার কথা ভেবেছেন। এখন ধারাবাহিক থেকে একটু ব্রেক নিতে চান।

নতুন কোনও কাজ শুরু করার আগে অভিনেত্রী সম্প্রতি ছুটি কাটাতে পাহাড়ের কোলে প্রিয় বন্ধু গীতশ্রীর সাথে চলে গিয়েছিলেন। দার্জিলিং হয়ে টুমলিংয়ের পথে তাঁদের ছুটির সফর ঠিক হয়। আএ সেখান কখনও ঠাণ্ডায় বরফের উপর পোজ দিচ্ছেন তো কখনো বা ঘর থেকে পাহাড়ের নানান প্রতিচ্ছবি ফ্রেমবন্দি করছেন সোশ্যাল মিডিয়াতে। এসবের পাশাপাশি নিজের মনের মানুষ অভিনেতা গৌরবের সাথে জমিয়ে প্রেম করছেন। সুযোগ পেলেই নিজেরা একান্তে সময় কাটান।

নিত্যদিন টেলি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের অভিনব কায়দায় মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়া। এবারও তার অন্যথা হল না। আজ সরস্বতী পুজো। মা সরস্বতীর আরাধনায় ব্যস্ত সর্বত্র। এবার অভিনেত্রী নতুন রুপে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে হাজির হলেন। নীল শাড়ি আর গোলাপি ব্লাউজে সুন্দর করে সেজে যেন সাক্ষাৎ দেবী সরস্বতী, হাতে বীণাপাণি নিয়ে পোজ দিলেন। ক্যাপশনে লিখলেন,”বীনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে”। অভিনেত্রী সরস্বতী রূপে প্রশংসা কুড়োলেন অভিনেত্রী শ্রীমা। নিমেষে ভাইরাল এই পোস্ট।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media