WordPress database error: [Disk full (/tmp/#sql-temptable-252-6634f-39640.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `wp_options`

WordPress database error: [Can't change size of file (Errcode: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `wp_options`

WordPress database error: [Can't change size of file (Errcode: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `wp_options`

BollywoodHoop Plus

Shweta Tiwari: উন্মুক্ত পা, দৃশ্যমান ক্লিভেজ, নেটদুনিয়ায় আবারও ঝড় তুললেন শ্বেতা তিওয়ারি

বহুদিন কেটে গেলেও এখনও ঘরে ঘরে শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)-র পরিচয় ‘কসৌটি জিন্দেগি কি’-র প্রেরণা নামেই। এরপরে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করলেও তাঁর প্রথম ধারাবাহিক শ্বেতাকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল। কিন্তু একসময় ব্যক্তিগত জীবনের ঝড় তাঁকে সরিয়ে এনেছিল ছোট পর্দা থেকে। বর্তমানে ছোট পর্দার পাশাপাশি শ্বেতা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। প্রায়ই নিত্যনতুন ফটোশুটের মাধ্যমে খবরের শিরোনাম দখল করেন তিনি। সম্প্রতি তাঁর আরও একটি নতুন ফটোশুট ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে শ্বেতার পরনে রয়েছে ব্রাউন রঙের হাই-থাই স্লিটেড গাউন। গাউনটির স্লিভ স্প্যাগেটি। সমগ্র গাউনে একই রঙের সিকুইনের কারুকার্য রয়েছে যা গাউনটিকে গর্জাস করে তুলেছে। নেকলাইনে রয়েছে ডিটেলিং। ডিপ নেকলাইনে একটি আলাদা কাপড়ের আস্তরণ জুড়ে গাউনটি আকর্ষক বানানো হয়েছে। ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে শ্বেতার ক্লিভেজ। স্লিটের মাধ্যমে তাঁর পেলব পা দৃশ্যমান হয়েছে। ওয়েভি চুল খোলা রয়েছে যা কাঁধের সামনে এনে ফেলেছেন শ্বেতা। কানে পরেছেন লাল রঙের জাঙ্ক ইয়ারিং ও হাতে রয়েছে লাল রঙের বিডেড ব্রেসলেট। লেটেস্ট ট্রেন্ড মেনে হালকা মেকআপ করেছেন শ্বেতা। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড রঙের লিপস্টিকে। পায়ে রয়েছে ব্রাউন রঙের স্টিলেটো।

শ্বেতার পরনের গাউনটি ডিজাইন করেছে এলি বিটন (Eli Bitton) ফ্যাশন ব্র্যান্ড। শ্বেতা ছবিগুলি শেয়ার করতেই সারা খান (Sara Khan) তাঁকে ‘ডিডু’ সম্বোধন করে দিয়েছেন অনেকগুলি ভালো লাগার ইমোজি। ফ্যাশন ফটোগ্রাফার অমিত খান্না (Amit Khanna) লিখেছেন, স্টানিং। দলজিৎ কৌর (Dalljiet Kaur) দিয়েছেন অনেকগুলি আগুনের ইমোজি। শ্বেতার ছবিগুলি তাঁর অনুরাগীদেরও পছন্দ হয়েছে।

বর্তমানে শ্বেতা জি টিভির ডেইলি সোপ ‘ম্যায় হুঁ অপরাজিতা’-য় অপরাজিতা সিং-এর চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও ওটিটিতে ডেবিউ করেছেন তিনি। রোহিত শেঠি (Rohit Shetty) পরিচালিত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

Related Articles