Hoop Life

Hair Care Tips: রুক্ষ শুষ্ক চুল হবে সুন্দর মোলায়েম, জেনে নিন সহজ ৩টি টিপস

রুক্ষ শুষ্ক চুলকে সুন্দর মোলায়েম করার জন্য আমরা কত কিছুই না করে থাকি, পার্লারে যাই এক গাদা টাকা খরচ করি, কিন্তু আমরা জানি না, যে বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আপনি আপনার চুলকে একেবারে সুন্দর করে ফেলতে পারেন।

১) চুলকে নরম করতে সাহায্য করে পাকা কলা প্রতিদিন একটা করে কলা আপনাকে খেতে হবে। তবে আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস ব্রেকফাস্ট অথবা দিনে একটা করে কলা খান আর প্রতিদিন অন্তত পর পর সাতদিন কলা ভালো করে চটকে নিয়ে সামান্য টক দইয়ের সঙ্গে মিশিয়ে যদি স্কাল্পে লাগাতে পারেন, দেখবেন মাথার চুল অনেক বেশি নরম হয়েছে।

২) চুলকে নরম করতে গেলে অবশ্যই আরেকটি জিনিস আপনার জন্য ভীষণ ভালো যা হলো নারকেল তেল খাঁটি নারকেল তেল বাজার থেকে কিনে এনে, পর পর সাত দিন যদি একটুখানি তেল গরম করে স্ক্যাল্পে মাসাজ করতে পারেন এবং তারপরে সাত দিন চুল ভালো করে শ্যাম্পু করে নিতে পারেন, তাহলে চুল অনেক বেশি নরম হয়।

৩) রুক্ষ, শুষ্ক চুলকে যদি একেবারে নরম করতে চান, তাহলে অবশ্যই অ্যালোভেরা জেল মাথায় লাগাতে পারেন, অ্যালোভেরা জেল মাথায় লাগালে চুল অনেক বেশি মোলায়েম হয়। সকাল বেলা ঘুম থেকে উঠে খালি পেটে গরম জলে অ্যালোভেরা জেল পানও করতে পারেন, এতে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়, যার ফলে শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ে, যার ফলে চুল অনেক সুন্দর থাকে।

Related Articles