whatsapp channel

Lifestyle: সহজেই জলের ফিল্টার ঝকঝকে পরিষ্কার করার টিপস

এখনো অনেকেই বাড়িতে একোয়াগার্ড এর পরিবর্তে জল পরিশুদ্ধ করার জন্য ফিল্টার ব্যবহার করে থাকেন। আরেকজনের মধ্যে থাকা ক্যান্ডেল অনেক সময় আয়রন এবং ময়লা জমে গিয়ে বিশ্রী দেখতে লাগে এবং সহজে…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

এখনো অনেকেই বাড়িতে একোয়াগার্ড এর পরিবর্তে জল পরিশুদ্ধ করার জন্য ফিল্টার ব্যবহার করে থাকেন। আরেকজনের মধ্যে থাকা ক্যান্ডেল অনেক সময় আয়রন এবং ময়লা জমে গিয়ে বিশ্রী দেখতে লাগে এবং সহজে জল ফিল্টার হতেও পারে। বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে আপনি এই ফিল্টারকে একেবারে ঝকঝকে পরিষ্কার করে ফেলতে পারেন।

Advertisements

১) চার চামচ লেবুর খোসা বাটা সহজেই পাতি লেবুর খোসা কে মিক্সের মধ্যে দিয়ে বেশ খানিকটা জল দিয়ে পেস্ট বানিয়ে রাখতে পারেন কিংবা এখন মুসাম্বি লেবু অথবা কমলা লেবু এখনো পাওয়া যায়, সেই লেবুর খোসা কেউ ব্যবহার করতে পারেন। এই লেবুর খোসা বাটা খুব ভালো করে ক্যান্ডেলের ওপরে লাগিয়ে রাখতে হবে। আর এর সঙ্গে নিতে হবে দু চামচ বেকিং সোডা। ভালো করে ঘষে নিতে হবে। এরপরে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপরে পুরনো টুথব্রাশ এর সাহায্যে ভালো করে ঘষে নিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে।

Advertisements

২) যদি এই সব কিছু হাতের কাছে না থাকে, তাহলে একটি ছুরি নিন এবং এই ক্যান্ডেলের ওপর ছুরি দিয়ে ঘষলে দেখতে পাবেন, ক্যান্ডেলের ওপর জমে থাকা ময়লা এবং আয়রন কত সহজে উঠে এসেছে।

Advertisements

৩) এক গামলা গরম জল নিতে হবে। তার মধ্যে নিয়ে নিতে হবে ২ টেবিল-চামচ রকসল্ট এবং এরমধ্যে ৩ টেবিল চামচ লেবুর রস নিয়ে নিতে হবে। একটি এইবার এই জলকে ফিল্টারের মধ্যে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তাহলে দেখবেন এর ভিতর থাকা ময়লা কত সহজে দূর হয়ে গেছে, আর ভালো করে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলতে হবে।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media