Skin Care: ঝুলে পড়া ত্বক টানটান করবেন যেভাবে
ত্বক টানটান করার জন্য আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু আমরা কি জানি? বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আমাদের ত্বক একেবারে টানটান হয়ে যায়। সাত দিন ব্যবহার করে পেতে পারেন, একেবারে টানটান ত্বক। তবে আর দেরি না করে চটজলদি জেনে ফেলুন কি কি ব্যবহার করে আপনার ত্বক একেবারে টানটান হয়ে যাবে।
উপকরণ –
কফি পাউডার ২ টেবিল চামচ
দু টেবিল চামচ কলার পেস্ট
১ টেবিল চামচ চিনি
প্রত্যেকটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর মিশ্রণটি অন্তত কুড়ি মিনিট রেখে দিন এবং মাঝে মধ্যে সামান্য জল দিয়ে মিশ্রনটিকে উপরের দিকে টানুন অর্থাৎ আপনার গলার দিকে নয়, হাতটা অনেকটা চোয়াল থেকে আপনার কানের দিকে টানতে থাকুন। বেশ কিছুক্ষণ এরাম ভাবে ম্যাসাজ করুন। যখনই শুকিয়ে যাবে তখন সামান্য পরিমাণে জল নিতে পারেন। কিভাবে নিয়মিত করতে থাকুন কিছুদিন পর দেখবেন আপনার ত্বক কত টান টান হয়ে গেছে।