Indrani Bhattacharya: পার্শ্বচরিত্র থেকে সটান নায়িকা, সিরিয়াল শুরুর আগেই ইন্দ্রাণীর সিক্রেট ফাঁস সোমরাজের!
নতুন বছর পড়তেই একগুচ্ছ নতুন সিরিয়াল রয়েছে লঞ্চ হওয়ার অপেক্ষায়। সোমবার থেকেই স্টার জলসায় পথচলা শুরু হয়ে যাচ্ছে ‘চিনি’ (Chini) সিরিয়ালটির। একেবারে নতুন এই সিরিয়ালের হাত ধরে দর্শকরা পেতে চলেছেন এক নতুন জুটি, সোমরাজ মাইতি (Somraj Maity) এবং ইন্দ্রাণী ভট্টাচার্যকে (Indrani Bhattacharya)। সিরিয়াল শুরু হওয়ার আগেই চিনি ওরফে ইন্দ্রাণীর ব্যাপারে একটি অজানা তথ্য শেয়ার করলেন সোমরাজ।
এর আগে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘খেলনা বাড়ি’তে দেখা গিয়েছিল ইন্দ্রাণীকে। গুগলির ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তার আগে ‘লালকুঠি’ সিরিয়ালেও অভিনয় করেছিলেন ইন্দ্রাণী। নায়িকা অনামিকার ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকে এবার সরাসরি মুখ্য চরিত্রে। স্টার জলসার নতুন ধারাবাহিকের নায়িকা ইন্দ্রাণী। উচ্ছ্বসিত অভিনেত্রী সংবাদ মাধ্যমকে বলেন, তিনি নিজেও খুবই প্রাণোচ্ছল একজন মানুষ। সেদিক দিয়ে চিনি আর ইন্দ্রাণী দুজনেই একই মানুষ। তাই এই চরিত্রে অভিনয় করতে বেশি সমস্যা হচ্ছে না তাঁর।
এদিকে সিরিয়াল শুরু হওয়ার আগেই সহ অভিনেত্রী ইন্দ্রাণীকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসলেন নায়ক সোমরাজ। তিনি জানান, এমনিতে সিরিয়ালের নায়িকাদের তৈরি হতে অন্তত ঘন্টা দুয়েক লেগেই যায়। সেখানে ইন্দো তৈরি হয়ে যাচ্ছেন মাত্র ১৫ মিনিটে। আসলে প্রোমো অনুযায়ী চিনি চরিত্রটির লুক রাখা হয়েছে একদম ছিমছাম। আর ইন্দ্রাণীও নাকি বেশি সাজগোজ মোটে পছন্দ করেন না। তাই এই লুক নিয়ে তিনি বেশ খুশিই।
প্রসঙ্গত, অতিলৌকিকের ছোঁয়া রয়েছে নতুন সিরিয়াল চিনির গল্পে। প্রোমো অনুযায়ী বিত্তশালী রায়চৌধুরী বাড়ির ছেলে হলেন দ্রোণ ওরফে সোমরাজ। ইন্দ্রাণী ওরফে চিনি ওই বাড়িরই ড্রাইভারের মেয়ে। দ্রোণের কথাতেই প্রথম সেই বাড়িতে পা রাখে সে। কিন্তু তার রায়চৌধুরী বাড়িতে আসায় মোটেই খুশি নন বাড়ির কর্ত্রী। এদিকে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েই এক দৃশ্য ভেসে ওঠে চিনির চোখে। বাড়ির সামনে রাখা গাড়িটি পুড়ে যাচ্ছে আগুনে। আর তার মধ্যে এক মহিলা কণ্ঠের চিৎকার ভেসে আসছে। চমকে উঠে বাড়ির বাইরে ছুটে যেতেই তাকে আটকায় দ্রোণ। তার কথাতে ঘোর ভাঙে চিনির। দেখে সবকিছু রয়েছে আগের মতোই। চিনির কি তবে বিশেষ কোনো ক্ষমতা রয়েছে? সে কি জাতিস্মর অর্থাৎ পূর্ব জন্ম দেখতে পায়? সে সব কিছু খোলসা হবে সিরিয়াল শুরু হলে। আগামী ৮ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে চিনির সম্প্রচার।
View this post on Instagram