গত দুই বছর ধরে বিনোদন জগতে ঘটে চলেছে একের পর এক নক্ষত্রপতন। চলতি বছর মাত্র নয় দিনের মাথায় নক্ষত্রলোকে পাড়ি দিয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee), বাপ্পী লাহিড়ী (Bappi Lahiri)। এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে উল্কাপতন। চলে গেলেন বর্ষীয়ান মালয়ালম অভিনেত্রী কেপিএসি ললিতা (KPAC Lalitha)।
View this post on Instagram
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ললিতা। 22 ফেব্রুয়ারি রাতে ত্রিপুনিথুরায় নিজের পুত্রের অ্যাপার্টমেন্টে চুয়াত্তর বছর বয়সে প্রয়াত হন তিনি। মালয়ালম চলচ্চিত্র নির্মাতা ভারথান (Bharthan)-কে বিবাহ করেছিলেন ললিতা। 1998 সালে প্রয়াত হল ভারথান। ললিতাও গত কয়েক মাস ধরে অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন।
থিয়েটার শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন ললিতা। কেরালা পিপলস আর্টস ক্লাবের নিয়মিত অভিনেত্রী ছিলেন তিনি। সেখানে অভিনেত্রী হিসাবে তাঁর নতুন নাম হয় ললিতা। কেরালা পিপলস আর্টস ক্লাবে অভিনয়ের সূত্রে তাঁর নামের আগে কেপিএসি যুক্ত হয়ে যায়। ফলে নাম হয় কেপিএসি ললিতা। এই নামে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
View this post on Instagram
ললিতা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। 1969 সালে কে.এস.সেথুমাথবন (K.S.Sethumadhban) পরিচালিত ফিল্ম ‘কুট্টুকুডুম্বাম’-এর মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন ললিতা। একসময তিনি কেরালা সঙ্গীত নাটক অ্যাকাডেমির চেয়ারপার্সনের পদও অলঙ্কৃত করেছেন। ললিতার মৃত্যুতে শোকপ্রকাশ করে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan) বলেছেন, নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ললিতা বিভিন্ন প্রজন্মের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।