Space Studio: ভূ-পৃষ্ঠের বাইরেও করা যাবে সিনেমার শুটিং, মহাকাশে তৈরি হতে চলেছে ফিল্ম স্টুডিও
এবার মহাকাশেও বিনোদনের ক্ষেত্র বানিয়ে ফেলতে চলেছে মানুষ। তৈরি হতে চলেছে শুটিংয়ের স্টুডিও। গড়ে তোলা হবে খেলাধূলার জন্য স্পোর্টস এরিনাও। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।
ভূ-পৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে দিনে পনের থেকে ষোলো বার প্রদক্ষিণ করা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গড়ে তোলা হচ্ছে ফিল্ম স্টুডিও ও স্পোর্টস এরিনা। ওই ফিল্ম স্টুডিওয় বানানো যাবে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র, ডকুমেন্টারি ও টেলিভিশন সিরিয়াল। মহাকাশের পটভূমিতে বানানো অভিনেতা, পরিচালক, প্রযোজক টম ক্রুজ (Tom Cruise)-এর চলচ্চিত্রের সহ প্রযোজক সংস্থা স্পেস এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ ওরফে এসইই বানাচ্ছে মহাকাশ স্টেশনের প্রথম ফিল্ম স্টুডিও ও স্পোর্টস এরিনা।
এসইই-র তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, পৃথিবীর বুকে বানানো হবে মহাকাশের ফিল্ম স্টুডিও ও স্পোর্টস এরিনা। দুটিকে বসানো হবে একটি মডিউলে যার নাম ‘এসইই-1’। এরপর সেই মডিউলটিকে মহাকাশযানের মাধ্যমে পাঠানো হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মডিউলটি মহাকাশ স্টেশনের বাণিজ্যিক অংশ অ্যাক্সিয়ম স্টেশনে গিয়ে নামবে। সেখানে বসানো হবে মহাকাশের প্রথম ফিল্ম স্টুডিও ও স্পোর্টস এরিনা। 2024 সালের ডিসেম্বর মাসের মধ্যে এই প্রজেক্ট সম্পন্ন করতে চায় এসইই।
এসইই-র তরফে জানানো হয়েছে, এই ফিল্ম স্টুডিওতে যে কোনও দেশের অভিনেতা, পরিচালক, প্রযোজক তাঁদের নিজেদের ফিল্ম ও টেলিভিশন সিরিয়ালের শুটিং করতে পারবেন। এসইই-র বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং-ও সেখানে হবে। 2028 সালের পর এই অ্যাক্সিয়ম স্টেশনটি আলাদা হয়ে যাবে মহাকাশ স্টেশন থেকে। এরপর সেটি স্বাধীন ভাবে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ শুরু করবে। চলতি বছর একটি ফিল্মের শুটিংয়ের জন্য টম ক্রুজেরও মহাকাশ স্টেশনে যাওয়ার কথা রয়েছে।
View this post on Instagram