শুরু হয়ে গিয়েছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। প্রতি বছর সিনেমার এই উৎসব উপলক্ষে শহরে আসেন শাহরুখ খান। তবে এবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দৃশ্যটা ছিল একটু অন্যরকম। ‘পাঠান’ নয়, ‘টাইগার’ এর দাপট দেখেছে এবার শহর কলকাতা। চলচ্চিত্র উৎসবের মুখ্য অতিথি ছিলেন সলমন খান (Salman Khan)। ভাইজানকে সামনে থেকে দেখার জন্য টলি অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আগ্রহ ছিল দেখার মতো। বিশেষ করে নায়িকাদের সলমনের সঙ্গে ছবি তোলার বিশেষ সুযোগ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সলমন আসবেন বলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল কলকাতাকে। উপরন্তু তিনি যেখানেই যান তাঁর সঙ্গে যায় সর্বক্ষণের সঙ্গী শেরা। এদিন নিজের চিরাচরিত আন্দাজেই অনুষ্ঠান জমিয়ে দেন সুপারস্টার। তাঁর মুখে ভাঙা ভাঙা বাংলায় ‘কেমন আছো কলকাতা’ থেকে শুরু করে KIFF-কে ‘KISS’ পড়ার কথা শুনে হেসে গড়াগড়ি খেয়েছে উপস্থিত দর্শকরা। সব শেষে প্রায় বেরিয়ে যাওয়ার মুখে মুখ্যমন্ত্রীর থেকে পিছু ডাক শুনে থমকান সলমন। ভিআইপি এক্সিটের সামনে দাঁড়িয়ে মমতা বলেন, তাঁর সব বাঙালি মেয়েরা একটু ছবি তুলতে চায় অভিনেতার সঙ্গে।
সম্মতি টুকুর অপেক্ষা ছিল শুধু। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায় থেকে কৌশানি মুখোপাধ্যায় বাদ গেলেন না কেউ। সলমনের সঙ্গে ছবি তুলে শ্রাবন্তী লিখেছেন, ‘শহরে টাইগার’। ছবি তুলেছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কি লিখবো বুঝতে পারছি না, সলমন তোমাকে ভালোবাসি’। কৌশানি মুখোপাধ্যায় ছিলেন এবারের অনুষ্ঠানের থালি গার্ল। সলমন তাঁর সবথেকে প্রিয় অভিনেতা। সামনে থেকে সুপারস্টারকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তিনি। শুধু তাই নয়, সলমনের হাতে হাত জড়িয়ে একগুচ্ছ ছবিও তুলেছেন তিনি।
View this post on Instagram
View this post on Instagram
সঙ্গে একটি বড়সড় ক্যাপশন। কৌশানি লিখেছেন, ‘আমার স্বপ্নপূরণ। যে বছর সলমন খান মুখ্য অতিথি হয়ে এলেন সে বছরই আমি থালি গার্ল হলাম। এতে প্রমাণ হয় যে কোনো কিছু খুব করে চাইলে সেটা সত্যিই পাওয়া যায়। আমি সব সময় তোমাকে নিজের স্বপ্নের পুরুষ হিসেবে দেখেছি।’ তিনি আরো লিখেছেন, ‘আমার ফ্যান গার্ল মোমেন্ট। তুমি সারা দেশের ভাইজান হতে পারো, কিন্তু আমার কাছে তুমি ভাই নও, তুমি আমার সবকিছু।’
View this post on Instagram