Hoop PlusTollywood

Sreelekha Mitra: ‘সব দেখা হয়ে গেছে’, প্রসেনজিতকে ফের খোঁচা শ্রীলেখার!

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তার বাক-চাটুকারিতা থেকে রেহাই মেলেনা কারোই। অন্যায় দেখলেই গলা উঁচিয়ে কথা বলেন এই অভিনেত্রী। একবার ইন্ডাস্ট্রির বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। অভিযোগ ছিল স্বজনপোষণতার। আর তার এই বাক-নিশানা থেকে বাদ যাননি ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাতনামা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)। অভিযোগ ছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) বিরুদ্ধেও। শ্রীলেখা অভিযোগ করেছিলেন যে এই প্রবাদপ্রতিম জুটির জন্যই তার কেরিয়ার বরবাদ হয়েছিল। আর তার এই অভিযোগের পাল্টা দিয়েছিলেন বুম্বা’দাও। তবে এবার এই বিষয়টি ঘিরে ফের সরব হলেন শ্রীলেখা।

ঘটনার সূত্রপাত ঘটে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। বলিউডে ‘নেপোটিজম’ রহস্য খোলসা হওয়ার রেশ এসে পৌঁছায় টলিউডেও। অফ তখনই বুম্বা’দার বিরুদ্ধে এমন স্বজনপোষণতার অভিযোগ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খোলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই সাক্ষাৎকারে তিনি জানান যে নিছক অভিমান থেকেই এই কথা বলেছেন শ্রীলেখা। এছাড়াও তিনি জানান, “ও অসম্ভব ভালো অভিনেত্রী, ওকে সম্মান করি, ও সেটা জানে। ও আমায় রেসপেক্ট করে, এটা হয়তও কোনও অভিমান থেকে বলেছে। আমার ওর প্রতি কোনও রাগ, দুঃখ নেই, ও শক্তিশালী অভিনেত্রী।”

আর এই বিষয়ে শ্রীলেখার পাল্টা উত্তরের অপেক্ষায় ছিলেন ভক্তরা। আর সম্প্রতি একটি ফেসবুক পোস্টে নিজের উত্তর জানিয়ে দিলেন অভিনেত্রী। এই পোস্টে তিনি ইংরেজিতে লেখেন কিছু কথা। যার মর্মার্থ এরকম- ‘আমি কোনও বাংলা নিউজ চ্যানেল ফলো করি না। তাই মানুষজন দয়া করে আমাকে কোনও খবরের বা সাক্ষাৎকারের লিঙ্ক ফরোয়ার্ড করবেন না। আপনি তাঁদের ভালোবাসুন, পছন্দ করুন কিন্তু আমি খুব বেশি ইচ্ছুক নই। আমি সেখানে থেকেছি, সবটা দেখেছি, সত্যি বলতে আমার সব দেখা হয়ে গেছে। বাঁচুন এবং বাঁচতে দিন। ধন্যবাদ।’

প্রসঙ্গত, ‘অন্নদাতা’ ও ‘মধু মালতি’ ছবিতে একসাথে দেখা গিয়েছিল প্রসেনজিৎ ও শ্রীলেখাকে। আর এই ছবি শেয়ার করেই সেই সময় তিনি অভিযোগ তুলেছিলেন এই অভিনেতার বিরুদ্ধে। সেখানে তিনি লিখেছিলেন, ‘স্বজনপোষণ নিয়ে যে কথাগুলো বলেছিলাম, সবটাই কি ফেলে দেওয়ার মতো? নাকি যুক্তি আছে? আপনারাই বলুন।’

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা