Hoop PlusReality show

Viral: সংগীতের সেরা মঞ্চে নাচের আসর, ‘পুষ্পা’র গানে কোমর দোলালেন শ্রীকান্ত আচার্য!

শ্রীকান্ত আচার্য (Srikanta Acharya) বর্তমানে জি বাংলার বিখ্যাত সিঙ্গিং রিয়েলিটি শো ‘সারেগামাপা’-র বিচারকের আসনে রয়েছেন। তবে শুধু গান নয়, ‘কাদম্বরী’ ফিল্মে অভিনয় করেছেন তিনি। শ্রীকান্ত নিজের ব্যাপ্তি চান। তাই এবার তাঁকে দেখা গেল ‘সারেগামাপা’-র মঞ্চে নাচতে।

সম্প্রতি জি বাংলার ইন্সটাগ্রাম পেজে ‘সারেগামাপা’-র ভাইরাল হওয়া প্রোমোতে এই দৃশ্য দেখে কার্যতঃ অবাক নেটিজেনদের একাংশ। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘সারেগামাপা’-র গ্র্যান্ড প্রিমিয়ারে গান শোনাতে কালিম্পং থেকে এসেছেন প্রতিযোগী অ্যালবার্ট কাবো (Albert Kabo)। অ্যালবার্টের কন্ঠে ‘পুষ্পা : দ্য রাইজ’ ফিল্মের গান ‘শ্রীভল্লী’ শুনে উচ্ছ্বসিত বিচারকরা। পন্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajay Chakraborty) অ্যালবার্টের গানের প্রশংসা করেছেন। শ্রীকান্তও গানের তারিফ করেছেন, তবে হিন্দিতে। অপর দুই বিচারক শান্তনু মৈত্র (Shantanu Moitra) ও ইমন চক্রবর্তী (Imon Chakraborty)-ও অ্যালবার্টের গানের প্রশংসা করেছেন।

অপর প্রতিযোগীরা তো অ্যালবার্টের গানের সময় কাঁধ হেলিয়ে নাচছিলেন। অ্যালবার্টের গান শেষ হওয়ার পর মঞ্চে এসে ‘শ্রীভল্লী’ গানটির সাথে পা মেলালেন শ্রীকান্ত, ইমন, শান্তনু, রাঘব চট্টোপাধ্যায় (Raghav Chatterjee), রিচা শর্মা (Richa Sharma), মনোময় ভট্টাচার্য (Manomoy Bhattacharya) ও শোয়ের সঞ্চালক আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।

চলতি বছরের ‘সারেগামাপা’ অনুষ্ঠানের সাথে শিশুশিল্পীরা যুক্ত থাকলেও তাদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে মূল প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রতি শনিবার রাত সাড়ে ন’টার সময় জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে ‘সারেগামাপা’।

whatsapp logo