SSC Recruitment: উচ্চমাধ্যমিক পাসেই চাকরির সুযোগ! শূন্যপদ দুই হাজার, আবেদনের শেষ তারিখ কবে!
উচ্চ মাধ্যমিক পাশ করেই আপনি অসাধারণ একটা চাকরি পেতে পারেন যেখানে রাজ্যের চারিদিকে চাকরিপ্রার্থীরা হাহাকার করছেন, একটু চাকরি করার জন্য তাদের জন্য অসাধারণ সুযোগ নিয়ে এসেছে রাজ্য সরকার, রাজ্যের এই অসাধারণ খবর চারিদিকে ছড়িয়ে পড়া মাত্রই যারা চাকরিপ্রার্থী আছেন, তাদের ভীষণ ভালো একটা খবর মনে হচ্ছে।
আমরা অনেক সময় বুঝতে পারি না যে, পড়াশোনা করে আমরা কি করব। কি করে চাকরির এপ্লাই করব বা কি করে একটা ভালো চাকরি করব? সেক্ষেত্রে যদি এমন একটা চাকরির সন্ধান আপনি পেয়ে যান, তাহলে তো কোনো কথাই নেই, তাই আর দেরি না করে চটপট আমাদের এই প্রতিবেদনে দেখে ফেলুন, যে কি কি কিভাবে আপনি চাকরি করতে পারবেন।
পদের নাম-
স্টেনোগ্রাফার গ্রেড-সি ও গ্রেড-ডি
শূন্যপদ-
২০০৬টি
বয়সসীমা-
স্টেনোগ্রাফার গ্রেড-সি পদের জন্য ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
আর গ্রেড-ডি পদের জন্য ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
বেতন-
কেন্দ্রীয় সরকারের পে স্কেল অনুযায়ী বেতন ধার্য করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে সঙ্গে স্টেনোগ্রাফি জানতে হবে।
আবেদন পদ্ধতি-
আবেদনকারীরে Staff Selection Commission -এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
আবেদন ফি-
সাধারণ প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে। বাকি প্রার্থীদের কোনও ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ-
১৭ অগাস্ট ২০২৪।