Finance News

Business Idea: বাড়িতে বসেই ৫ টাকার জিনিস কিনে ৫০ টাকায় বিক্রি করুন, আয় হবে হাজার হাজার টাকা

বর্তমানে চাকরির পাশাপাশি একটা ব্যবসা করা ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠছে। যত দিন যাচ্ছে, জিনিসপত্রের দাম অনেক অংশ বেড়ে যাচ্ছে, তার ফলে একজনের পক্ষে সংসার চালানো বা একটা রোজগার দিয়ে সংসার চালানো কিছুতেই সম্ভব হচ্ছে না। তার জন্য অনেকেই চাকরি করার পাশাপাশি ব্যবসা করতে চাইছেন বা যে ধরনের গৃহবধূরা দেখছেন, বাড়ির সমস্ত কাজ করার পরে হাত এখানে একটা সময় রয়েছে তারা কিন্তু ইচ্ছা করলেই এই ব্যবসাটি করে ফেলতে পারেন। আপনি যদি ঠিকঠাক করে পরিশ্রম করতে পারেন, তাহলে আপনিও কিন্তু আশার আলো দেখতে পাবেন। মাত্র ৫ টাকায় জিনিস কিনে আপনি সহজেই তা ৫০ টাকায় বাজারে বিক্রি করতে পারেন।

বর্তমানে যতই চারিদিকে বলা হোক না কেন যে প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করা উচিত না, আমরা এখনো কিন্তু প্লাস্টিকের দ্রব্য  রমরমিয়ে ব্যবহার করি। খেলনা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে রান্নাঘরের পাত্র হিসেবেও আমরা অনেক সময় প্লাস্টিকের দ্রব্যই এখনো পর্যন্ত ব্যবহার করি। কলকাতা থেকে পাইকারি রেটে আপনি যদি এই ধরনের প্লাস্টিকের দ্রব্য কিনে এনে তা আপনার শহরে বা বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু তা অনেকটাই লাভজনক হবে।

শুধুমাত্র অফলাইন নয়, সোশ্যাল মিডিয়াকেও আপনি ব্যবহার করতে পারেন প্রচারের একটি মাধ্যম হিসেবে। ফেসবুকের মার্কেটপ্লেস আর আরেকটি হল ই-কমার্স অ্যাপ এর মাধ্যমে আপনি সহজেই আপনার জিনিসপত্রকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। আপনি খুব সহজেই এই ধরনের অ্যাপ গুলোতে রেজিস্টার করতে পারেন, আর খুব সহজেই আপনি আপনার ব্যবসাকে প্রসারিত করতে পারেন। আপনাকে কাঁচামাল তুলতে হবে, আর এই কাঁচামাল তোলার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হল কলকাতার বড়বাজার।

সেখানে গিয়ে আপনি খুব সহজেই 5 থেকে 10 টাকার মধ্যে অনেক কিছু জিনিস পেয়ে যাবেন। রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র থেকে শুরু করে বাচ্চাদের খেলনা টিফিন বক্স, জলের বোতল, পেন্সিল বক্স আরো অনেক কিছু পাবেন। অল্প দামে কিনে আপনি আপনার এলাকায় তা খুব সহজেই অনেক দামে বিক্রি করতে পারবেন। এছাড়া অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম আছে যেমন Flipkart, amazon এর মাধ্যমেও আপনি আপনার জিনিসপত্রকে সকলের কাছে পৌঁছে দিতে পারেন। তবে আর দেরি না করে সামনেই তো পুজো আসছে, পূজোর আগেই যদি একটু বাড়তি রোজগার করতে চান, তাহলে এই ছোট্ট ব্যবসা শুরু করতে পারেন বাড়ি থেকেই।

Related Articles