whatsapp channel

WB Govt. Scheme: মাসে ১ হাজার টাকা ভাতা দেবে রাজ্য, এইসব শর্তাবলী মিলে গেলেই করুন আবেদন

ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মানুষদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের ঘোষণা এবং তাদের রূপায়ণের মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছে মমতা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে চালু হয়েছে একাধিক প্রকল্পের। আর…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মানুষদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের ঘোষণা এবং তাদের রূপায়ণের মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছে মমতা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে চালু হয়েছে একাধিক প্রকল্পের। আর এই প্রকল্পের সুবিধা পেয়েছেন রাজ্যের সমস্ত স্তরের মানুষজন। এখনো অনেক প্রকল্পের মাধ্যমে রাজ্যের নানা ধরণের মানুষদের উন্নীত করতে সাহায্য করেছে রাজ্য সরকার। বলা বাহুল্য, এইসব প্রকল্পের রূপায়ণের মাধ্যমেই রাজ্যের উন্নয়নে এক বড় ভূমিকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার।

বর্তমানে রাজ্যে ৫০ টির বেশি প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার সর্বাধিক জনপ্রিয়তা পাচ্ছে বর্তমান সময়ে। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় সিংহভাগ মহিলাদের মাসিক ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার। সাধারণ মহিলারা মাসিক ৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসিক ১০০০ টাকা ভাতা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে। এছাড়াও রাজ্যের আর সব প্রকল্পের মধ্যে কন্যাশ্রী হল একটি সর্বজনবিদিত প্রকল্প। এছাড়াও, রূপশ্রী, যুবশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু সহ অনেক প্রকল্প চালু রয়েছে রাজ্যে।

রাজ্যের লোকশিল্পীদের আর্থিকভাবে উন্নীত করার লক্ষ্যে ২০১৭ সালে একটি জনমুখী প্রকল্পের রূপায়ণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের বেশি বয়স্ক লোকশিল্পীদের মাসিক ভাতা দেওয়া হয়। প্রতিমাসে ১ হাজার টাকা দেওয়া হয় তাদের। পাশাপাশি রাজ্য সরকারের তরফে তাদের একটি পরিচয়পত্র দেওয়া হয়। এছাড়াও তাদের রাজ্য সরকারের নানা অনুষ্ঠানে তাদের শিল্পকলা পরিবেশনের সুযোগ দেওয়া হয়। এই প্রকল্প মাখে বন্ধ হয়ে গেলেও আবার তা চালু করা হয় চলতি বছরেই।

এই প্রকল্পের সুবিধা পেতে হলে যেকোনো লোক শিল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে। শিল্পীকে এর জন্য বাউল গান, ছৌ নাচ, পটের গান, রণ নৃত্য, ঝুমুর গান সহ স্থানীয় লোকশিল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে। এছাড়াও শিল্পীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর এইসব শর্ত পূরণ হলে শিল্পীকে তথ্য ও সংস্কৃতি দফতর কিংবা পঞ্চায়েত সমিতির অফিস কিংবা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জমা দিতে হবে।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা