কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ দিয়ে নিয়োগ, বিপুল শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ SBI-এর
যারা একটি সরকারি বা বেসরকারি চাকরির (Recruitment) সন্ধানে রয়েছেন, তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই কার্যকরী হবে। অনেকেই এমন রয়েছেন যারা শিক্ষিত হয়েও একটি চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন। এমন কর্মহীনদের মুখে হাসি ফোটাবে এই বড় সুযোগ। অনেকে ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন। এবার তাদের জন্য এল বড় সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। ব্যাঙ্কের তরফে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের নাম এবং সংখ্যা
নিম্নলিখিত পদগুলিতে এতগুলি করে মোট ১০৬৬ টি শূন্যপদ রয়েছে।
সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) ২- ২ টি শূন্যপদ
সেন্ট্রাল রিসার্চ গ্রুপ (সাপোর্ট)- ২ টি শূন্যপদ
প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টেকনোলজি)- ১ টি শূন্যপদ
প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজনেস)- ২ টি শূন্যপদ
রিলেশনশিপ ম্যানেজার- ২৭৩ টি
ভিপি রিসোর্সেস- ৬৪৩ টি
রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড)- ৩২ টি
রিজিওনাল হেড- ৬ টি
ইনভেস্টমেন্ট এক্সপার্ট- ৫৬ টি
ইনভেস্টমেন্ট অফিসার- ৪৯ টি
শিক্ষাগত যোগ্যতা
ইচ্ছুক প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। উচ্চশিক্ষার ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন।
বয়সসীমা
প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি
প্রথমে স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর স্ক্রিনে আসা ফর্মটি তথ্য দিয়ে পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় নথি, স্বাক্ষর এবং ছবি দিয়ে আপলোড করে নির্ধারণ ফি দিয়ে সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
সাধারণ প্রার্থীদের জন্য ৭৫০ টাকা রয়েছে আবেদন ফি। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থী হলে কোনো ফি লাগবে না।
নিয়োগ প্রক্রিয়া
কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। শিক্ষাগত যোগ্যতা যাচাই এর পর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ হবে। সেখান থেকে যোগ্যদের বাছাই হবে। আবেদন জানানোর শেষ তারিখ ৮/৮/২০২৪।