whatsapp channel

Subhashree Ganguly: লেহেঙ্গা-চোলি না গাউন, এটা কি পরেছেন শুভশ্রী?

চলতি বছর শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) অভিনীত একের পর এক ফিল্ম রিলিজ করার সময় তাঁর অনুরাগীদের একাংশ উচ্ছ্বসিত হলেও অভিনেত্রীর ভয় ছিল, আদৌ ফিল্মগুলি কতদূর দর্শকদের কাছে পৌঁছাবে! প্রকৃতপক্ষে করোনা…

Avatar

Nilanjana Pande

চলতি বছর শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) অভিনীত একের পর এক ফিল্ম রিলিজ করার সময় তাঁর অনুরাগীদের একাংশ উচ্ছ্বসিত হলেও অভিনেত্রীর ভয় ছিল, আদৌ ফিল্মগুলি কতদূর দর্শকদের কাছে পৌঁছাবে! প্রকৃতপক্ষে করোনা অতিমারীর কারণে দীর্ঘদিন আটকে ছিল অধিকাংশ ফিল্মের মুক্তি। এর মধ্যে দুটি ফিল্মে অভিনয় করেছিলেন শুভশ্রী। গতবছর মুক্তিপ্রাপ্ত ফিল্মগুলির মধ্যে সেই দুটিও ছিল। চলতি বছর শুভশ্রীকে দেখা যাচ্ছে জি বাংলার ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে। তবে প্রায়ই তাঁর নাচ নিয়ে নেটিজেনদের একাংশের মধ্যে চলছে সমালোচনা। সব সমালোচনা উপেক্ষা করে সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন শুভশ্রী। কাজের অঙ্গ হিসাবে সম্প্রতি কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি।

ছবিগুলিতে শুভশ্রীর পরনে রয়েছে অফ হোয়াইট রঙের গাউন। গাউনটি স্লিভলেস। স্লিভলেস গাউনের একটি শোল্ডারে রয়েছে ডিটেলিং। গাউনের উপরের অংশ জুড়ে রয়েছে অফ হোয়াইট সিকুইনের কারুকার্য। কোমরের অংশ ট্রান্সপারেন্ট। তবে নিচের অংশ ফ্লেয়ারড। নিচের অংশেও রয়েছে সিকুইনের কারুকার্য। স্লিভ থেকে নেমে গিয়েছে একটি টেলর যা দেখে মনে হচ্ছে ওড়না। তবে গাউনটির লুক অনেকটা লেহেঙ্গা-চোলির মতোই। এই গাউনের সাথে উজ্জ্বল মেকআপ করেছেন শুভশ্রী। চোখের লুক স্মোকি আই। ঠোঁট রাঙিয়েছেন রাস্ট রেড রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ছোঁয়া। চুলে বেঁধেছেন বান। গাউনের সাথে মানানসই স্টোন বসানো স্টাড রয়েছে দুই কানে।

তবে প্রশংসিত হওয়ার তুলনায় শুভশ্রী সমালোচিত হয়েছেন বেশি। নেটিজেনদের অধিকাংশই লিখেছেন, শুভশ্রী দিনের পর দিন দেখতে খারাপ হয়ে যাচ্ছেন। তাঁর চেহারার মিষ্টতা হারিয়ে যাচ্ছে। অনেকে লিখেছেন, তাঁর ঠোঁটের গড়ন খুব বাজে লাগছে।

চলতি বছরের গোড়ায় রিলিজ করেছিল শুভশ্রী অভিনীত ফিল্ম ‘ডক্টর বক্সী’। এই ফিল্মটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। তবে তাঁর ডেবিউ ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ হইচই-এ স্ট্রিম হওয়ার সাথেই শুভশ্রী তাঁর অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন।

whatsapp logo