আজ মহাসপ্তমী! আগের মতো নেই পুজোর আড়ম্মর! করোনা মরশুমে ঢাকে বাজল কাঠি। করোনা মরশুমে কলকাতার বালিগঞ্জ প্লেসে চট্টোপাধ্যায় পরিবারে প্রত্যেকবারের মতো করে উমার বোধন হয়ে গিয়েছে। এবছর ও বড় করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। পার্থক্য শুধু একটাই, অন্যবারের মত এবার চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো ধুমধাম সহকারে হচ্ছে না। এই পুজো সুদীপার পুজো। প্রত্যেক বছরই টালিগঞ্জের অনেক তারকাকেই সুদীপার বাড়ির দুর্গাপুজোয় দেখা মেলে। কিন্তু এবছর পুজোয় শুধু নিজের পরিবারের সদস্যদের উপস্থিতিতে হচ্ছে।
নিজের বাড়ির মা দুর্গার ছবি শেয়ার করেছেন সুদীপা। সেখানে প্রতিমার ছবির পাশাপাশি, বাড়ির পুজোয় স্বামী, পুত্র সহ আত্মীয়দের সঙ্গে দেখা গিয়েছে টলিউডের এই মিষ্টি সঞ্চালিকাকে।
যতই করোনা আসুক মা এসেছে মর্ত্যে! নিয়মনীতি মেনে মাকে আগমন জানাতে হবে। প্রতিবারের মতোই এবারও নিয়ম-নিষ্ঠা মেনে পুজো চলছে সুদীপার বাড়িতে ৷ প্রতিমা থেকে শুরু পুজোর সাজগোজের ছবি নিজের ফ্যানেদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন।
View this post on Instagram
আজ সপ্তমী। বাড়ির ছাদেই কলা বৌ এর স্নানে মেতে উঠলেন পুজোর আয়োজনে মেতে উঠলেন সুদীপার স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও ছেলে আকাশ চট্টোপাধ্যায়। এছাড়া সুদীপার ছোট্ট ছেলে আদিও বেজায় খুশি দুর্গা পুজোর আনন্দে। সুদীপাও মায়ের বরণ থেকে শুরু করে পুজোর ভোগের কাজে নেমে পড়েছেন। কিন্তু এই সব কাজের মধ্যে সকল ছবি শেয়ার করতে ভুলছেননা।
প্রসঙ্গত,সকলের প্রিয় শো রান্নাঘরে লকডাউনের পর দুবছর পর পাকাপাকিভাবেই হাতা খুন্তি নিয়ে ফিরে এসেছেন সুদীপা চট্টোপাধ্যায়। এই খবরে যেমন খুশি রান্নাঘর-এর দর্শকেরা বেজায় খুশি সুদীপা নিজেও।
View this post on Instagram