Hoop PlusHoop Trending

আমি থাকলে হয়তো সুশান্তের জীবন বেঁচে যেত, মন্তব্য করলেন এই ব্যক্তি

সুশান্তের মৃত্যুর পর তাঁর ঘরে প্রথমে যে পাঁচ জন হাজির ছিলেন তাদের মধ্যে তিনজনই কর্মী, একজন ফ্ল্যাট মেট(সিদ্ধার্থ) এবং সেই সঙ্গে চাবিওয়ালা রফিক। এই পাঁচজনকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে চলেছে সিবিআই।

সিদ্ধার্থ বয়ানে জানিয়েছিলেন দরজা ভিতর থেকে বন্ধ থাকায় চাবিওয়ালা রফিককে ডেকে আনতে হয়েছিল। এর জন্য ২০০০ টাকা নিয়েছিল রফিক। সিবিআই এর কাছে বয়ান দেওয়ার আগে সংবাদ মাধ্যমের কাছেও নিজের অভিজ্ঞতার কথা জানান রফিক।

একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে রফিক বলেন, সুশান্তের মৃতদেহ দেখে তিনি এতটাই ভীত হয়ে গেছিলেন যে ১৫ দিন দোকান খোলেন নি। সেই সূত্রেই তিনি জানান আরো একটি কথা। রফিক দাবি করেন, সুশান্তের বন্ধু যদি আর একটু আগে তাঁকে ডেকে লক খোলাতেন, তাহলে হয়ত জীবন বেঁচে যেত অভিনেতার। কিন্তু লক খুলতে খুলতে সুশান্ত প্রাণ ত্যাগ করেন।

Related Articles