whatsapp channel

Swastika Dutta: লাল সিঁদুরে রাঙা হল স্বস্তিকার সিঁথি, মহালয়ার দিনে নতুন রূপে প্রকট অভিনেত্রী

আশ্বিনের শারদ প্রাতে হয়ে গিয়েছে পিতৃপক্ষের অবসান। সূচনা হয়েছে দেবীপক্ষের। চ্যানেলে চ্যানেলে বেধেছে মহালয়ার অনুষ্ঠানের প্রতিযোগিতা। স্টার জলসায় মহিষাসুরমর্দিনীর রূপে দেখা গিয়েছে কোয়েল মল্লিক (Koel Mallick)-কে। জি বাংলায় মা দূর্গা…

Avatar

Nilanjana Pande

Advertisements
Advertisements

আশ্বিনের শারদ প্রাতে হয়ে গিয়েছে পিতৃপক্ষের অবসান। সূচনা হয়েছে দেবীপক্ষের। চ্যানেলে চ্যানেলে বেধেছে মহালয়ার অনুষ্ঠানের প্রতিযোগিতা। স্টার জলসায় মহিষাসুরমর্দিনীর রূপে দেখা গিয়েছে কোয়েল মল্লিক (Koel Mallick)-কে। জি বাংলায় মা দূর্গা রূপে দেখা দিয়েছেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। কালার্স বাংলা মহালয়ার পুরানো অনুষ্ঠান সম্প্রচার করেছে। তবে পলকের মধ্যে নজর কেড়ে নিয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। কোনো চ্যানেলে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় মহালয়ার সকালে দেবীর সাজে ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন তিনি।

Advertisements

সাধারণতঃ দেবীর সাজে ইন্সটাগ্রামে পদ্মফুল হাতে, বেনারসি পরে ফটোশুটে ভরিয়ে দিয়েছেন সেলিব্রিটিদের অধিকাংশ। কিন্তু স্বস্তিকা ওই পথেই হাঁটেননি। দেবীর রূপে তিনি মিশিয়ে দিয়েছেন মানবীকে। স্বস্তিকার পরনে রয়েছে লাল পাড় সাদা শাড়ি। লাল পাড় জুড়ে রয়েছে সোনালি জরির কারুকার্য। কোমরে রয়েছে লাল রঙের ফ্যাব্রিকের বেল্ট। তাতেও রয়েছে সোনালি রঙের জরির ডিজাইন। শাড়ির সাথে সোনালি জরির কারুকার্য করা লাল রঙের টিউব টপ টিম আপ করেছেন স্বস্তিকা। দুই হাত ভরে রয়েছে শাঁখা-পলা, মানতাসা, কঙ্কন। গলায় রয়েছে সোনালি রঙের নেকপিস। ডান হাতের আঙুলে রয়েছে সোনালি রঙের ছোট আংটি। বাঁ হাতের আঙুলে রয়েছে তারার মতো ডিজাইনের একটি বড় সোনালি আংটি।

Advertisements

ডান হাতের উপরের অংশে আঁকা রয়েছে সাদা রঙের চন্দনের কল্কা। হালকা অথচ উজ্জ্বল মেকআপ করেছেন স্বস্তিকা। শিমারি আইশ‍্যাডোর ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে। ঠোঁট রাঙানো ন্যুড শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে সোনালি হাইলাইটারের ছোঁয়া। দুই ভ্রুর মাঝে রয়েছে মেরুন রঙের বড় টিপ। সিঁথি রাঙানো লাল চওড়া সিঁদুরের রেখায়। চুল ক্রিম্প করে খোলা রাখা হয়েছে। দুই পায়ে রয়েছে রূপোর নুপুর। চারদিকে পদ্ম দিয়ে সাজানো।

Advertisements

ধুনোর ধোঁয়ায় চারিদিক সামান্য আবছা। স্বস্তিকা হাতে গোলাপি পদ্ম নিয়ে তা ফোটাতে ব্যস্ত। উজ্জ্বল হয়ে জ্বলছে প্রদীপ। স্বস্তিকা লিখেছেন, দেবীপক্ষের সূচনা।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Swastika Dutta (@swastika023)

whatsapp logo
Advertisements