করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট তবলা শিল্পী পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রয়াত হলেন বিশিষ্ট তবলা শিল্পী পন্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় (Shubhankar Bandyopadhyay)। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন মেডিকা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 25 শে অগস্ট দুপুর 1: 10 -এ অকালপ্রয়াণ হয় শুভঙ্করের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল চুয়ান্ন বছর।
মেডিকা হাসপাতাল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, শুভঙ্করকে ভর্তির প্রথম দিন থেকেই রাখা হয়েছিল একমো সাপোর্টে। করোনায় তাঁর ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়েছিল। অথচ করোনার টিকার দুটি ডোজ নেওয়া ছিল তাঁর।
শুভঙ্করের মৃত্যুতে বিনোদন জগতের তাবড় শিল্পীরা শোকপ্রকাশ করেছেন। শেষ শ্রদ্ধা জানানোর জন্য কিছুক্ষণের জন্য মরদেহ রাখা থাকবে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমিতে।
বর্তমান প্রজন্মের তবলা শিল্পীদের মধ্যে শুভঙ্কর অত্যন্ত পরিচিত একটি নাম। দেশের নামী শিল্পীদের সাথে প্রায়ই শুভঙ্করকে এক মঞ্চে দেখা গেছে। দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীর দল। এছাড়াও রয়েছেন তাঁর ছাত্ররা। ‘গুরুজী’-র প্রতি তাঁরা শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
View this post on Instagram