তনুশ্রী দত্ত! এই বাংলা তনয়া প্রথম ২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে প্রবেশ করেন। এরপর ‘আশিক বানায়া আপনে’, ‘রাকিব’, ‘ঢোল’, ‘রিস্ক’, ‘গুড বয়, ব্যাড বয়’, ‘স্পিড’র মতো বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা জনপ্রিয়তা পান। এরপর বাকি ছবিগুলি ফ্লপ হওয়ায় আর টিকে থাকতে পারেননি এই অভিনেত্রী। হঠাৎ করেই না বলেই বলিউড থেকে বিদায় নেন।
মুম্বই থেকে বিদায় নিয়ে মার্কিন মুলুকে গিয়ে বসবাস শুরু করেন অভিনেত্রী। সিনেমা থেকে বিরত থাকলেও অভিনেত্রীদের ওপর হওয়া যৌন হেনস্থার প্রতিবাদে বলিউডে যে ‘#মিটু’ মুভমেন্ট শুরু হয় ২০১৮ সালে সেখানে সরব হয়েছিলেন তনুশ্রী। অভিনেত্রি অভিযোগ করেন, একটি ছবির সেটে তাঁর সহ-অভিনেতা নানা পটেকর তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ নামে ছবির সেটে।
অনেকদিন হল বলিউড থেকে দূরে আছেন। আর নয় তাই নিজেই বলিউড থেকে কামব্যাক করার কথা জানালেন ইন্সটাগ্রাম পোস্টে। তিনি ইনস্টাগ্রামে পোস্টে জানালেন, নায়িকা ওয়েব সিরিজ আর ছবির কাজ করবেন। তনুশ্রী আরো লেখেন, তিনি আর আগের মতো মোটা নেই। ১৫ কেজি ওজন ঝরিয়ে একেবারে নতুন অবতারে নিজেকে মেলে ধরলেন। আর সঙ্গে লিখলেন, ফের বলিউডে আসছি ৷ কিন্তু ভিন্নরুপে। কোন সিনেমায় অভিনয় করছে তা জানা না গেলেও করোনার আবহে শ্যুট শুরুর কোনও নির্দিষ্ট দিন এখনো স্থির হয়নি।সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটে ব্যস্ত আছেন অভিনেত্রী।
তিনি ইন্সটাগ্রামে নতুন ছবি পোস্টের সাথে আরো লেখেন, অনেকেই ভাবছেন তনুশ্রী আমেরিকায় আইটি কোম্পানিতে চাকরি করছিলেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এখানকার আইটি কোম্পানি অভিনেত্রীকে কাজের অফার দিলেও তিনি সেই কাজ করিনি। তিনি আবার নিজের অভিনেত্রী সত্তাকে কাজে লাগাতে চান। দিনের শেষে তিনি একজন শিল্পী। মুম্বইতে আপাতত নিজের পরিচিতের বাড়িতে আছেন আর সেখান থেকেই কাজ করবেন। প্রসঙ্গত,বলিউডে তনুশ্রীকে শেষ বার দেখা গিয়েছিল ২০১০ সালের ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে। প্রায় ১০ বছর পর ক্যামেরার সামনাসামনি আসতে চলেছেন বঙ্গ তনয়া।