Hoop VideoHoop Viral

প্রতি মুহূর্ত সাহসী দৃশ্যে ভরপুর, দরজা বন্ধ করে দেখুন উল্লু-র এই ৫টি ওয়েব সিরিজ

করোনার সময় যখন গোটা পৃথিবী একেবারে ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তখন মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্ম কে কাজে লাগিয়েছিলেন। বিভিন্ন ওয়েব মিডিয়াতে অনেক সিনেমার রিলিজ হয়েছে আর যার রস চেটেপুটে আস্বাদন করেছে দর্শক মহল। সেই রীতিটাই এখনো রয়ে গেছে। যতই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক না কেন বাড়িতে বসে সিনেমা দেখার যে একটা আলাদাই মজা রয়েছে, তা কিন্তু দর্শকরা ইতিমধ্যেই বুঝে গেছেন।

তবে অবশ্যই আপনার প্রাইভেসি লাগবে। এই ধরনের ওয়েব সিরিজ গুলোকে দেখার জন্য কারণ ওয়েব সিরিজগুলোতে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়েছে, যা কিন্তু বড়দের সামনে বা ছোটদের সামনে একেবারেই আপনি দেখতে পারবেন না। তাইতো সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা কিছু কম হয় না, বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লু তে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে অনেক গল্প নিয়ে সিনেমা রিলিজ করা হয়, যা দেখে দর্শক মহলের মধ্যে উন্মাদনার শেষ থাকেনা। তবে দেরি না করে দেখে নিন অসাধারণ ৫ টি ওয়েব সিরিজ –

১) সম্প্রতি উল্লু র একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, এক রিক্সাওয়ালাকে নিয়ে পুরো ঘটনাটা। প্রথমেই দেখা যাচ্ছে এক গৃহবধূ তার ননদকে নিয়ে খুব চিন্তিত, সেই ননদের সঙ্গে এক রিক্সাওয়ালার সম্পর্ক তৈরি হয়, তারপরে সেই গৃহবধূ আর একজন যুবকের সঙ্গে তার ননদের বিবাহ ঠিক করেন। এই তো সেই যুবকের সঙ্গে বৌদির একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়। যুবক সেই বৌদিকে ছাড়া নাকি সে থাকতেই পারবে না। এরপর গল্প চলতে থাকে নিজের তালে কিন্তু ননদের বিয়ের পরে তার জীবনে আবার সেই রিক্সাওয়ালার আগমন হয়, তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে।

২) ‘খিড়কি’এই ওয়েব সিরিজের গল্প একটি ব্যক্তিকে কেন্দ্র করে। তিনি সব কিছু জেনে বুঝে পিছু নেন বিভিন্ন জনের। পরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বাড়ির জানলাও ভেঙে দিতেন। পরে সেই ভাঙা জানলা দিয়েই তাদের বাড়ির ভিতরে ঘটে যাওয়া নানা গোপন দৃশ্য মোবাইলে রেকর্ড করতেন।পরে তা নিয়েই ভয় দেখাতেন ও ব্ল্যাকমেইল করতেন। তারপরেই তার সঙ্গে দেখা হয় এক মহিলার। মহিলার সঙ্গে দেখা হওয়ার পরই তার সঙ্গে সম্পর্ক অন্যদিকে এগোতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত গল্পের শেষে কি হয় তা দেখার জন্য অবশ্যই আপনাকে আগে ট্রেইলার দেখে নিতে হবে।

৩) ‘উল্লু’ হাজির করল আর একটি মাখোমাখো ওয়েব সিরিজের পার্ট থ্রি নিয়ে। এই ওয়েব সিরিজটির নাম ওয়াকম্যান পার্ট থ্রি। অসাধারণ এই ওয়েব সিরিজে যে প্রত্যেকে ভীষণ ভালো অভিনয় করেছেন। এই গল্পের মূল বিষয়টি হলো শুরুতেই দেখা যাচ্ছে, একজন দম্পতি তাদের নিজেদের মধ্যে কথা বলছে। সে ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে বলছে তার বাড়িতে একজন পুরুষ মানুষ আসবে যিনি তাদের আত্মীয়। স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করেন সম্পর্কে তিনি কে হন? তারপরে সেই যুবক তার বাড়িতে এসে থাকতে শুরু করে, সম্পর্কে তাকে তিনি মামী বলে ডাকতে শুরু করেন। কিন্তু মামীর সঙ্গে ভাগ্নার ক্রমাগত একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর দাদা একদিন তার স্ত্রী কে ভাগ্নার কাছে রেখে বাইরে কাজে যান। এরপর কি হবে তা দেখতে আপনাকে পুরো সিরিজ ট্রেলারে দেখতে হবে।

৪) ওয়েব সিরিজ এর নাম তিখি চাটনি পার্ট ২ (Teekhi Chatni Part 2), এপিসোড – এই ওয়েব সিরিজে ২টি এপিসোড আছে। সিরিজটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নূর মালবিকা। এই সিরিজটি একমাত্র দেখা যাবে উল্লু অ্যাপের মাধ্যমে। এই সিরিজে দেখা যাবে, হয়েছে এক পরিবারকে নিয়ে। বাড়ির একমাত্র ছেলের বিয়ে হয়, কিন্তু তার আগেই শ্বশুর এর সাথে হবু বৌমার শারীরিক সম্পর্ক তৈরী হয়। দিনের পর দিন শ্বশুরের সাথে ব্যাপক মাখোমাখোর সম্পর্কে লিপ্ত হয় বৌমা। চুপি চুপি এই সম্পর্ক বেশিদিন থাকে না, এই সম্পর্ক কিন্তু একদিন জানাজানি হয়ে যায়, সকলের সামনে, তারপরে গল্পে কি হবে তা দেখার জন্য অবশ্যই আপনাকে পুরো ওয়েব সিরিজটি দেখতে হবে। ২০২২ সালের ৮ই নভেম্বর এই ওয়েব সিরিজটি রিলিজ করেছিল। তারপরেই পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের কাছে। তবে আর দেরি না করে চটপট দেখে নিন অসাধারণ ভিডিও –

৫)  উল্লু তে এই ওয়েব সিরিজ এর ট্রেলার ভাইরাল হয়েছে। নামটি হল লাল লিহাফ, এই সিরিজটির ডিরেক্টর জাসবির ভাটি। কুসুম চরিত্রে অভিনয় করেছেন স্নেহা পাল। সুহানি চরিত্রে আলিশা শর্মা, আন্স চরিত্রে সুরাজ সোনি, মহেশ চরিত্রে মানিশ মিশ্র অভিনয় করেছেন। সিরিজ দেখে বুঝতে পারবেন গল্পের পরতে পরতে রয়েছে উষ্ণতায় ছড়াছড়ি, তবে আপনাকে অবশ্যই এটি দেখতে গেলে প্রাইভেসি খুঁজতে হবে, বাড়িতে কখনোই ছোটদের সামনে ভিডিওটি একেবারে দেখবেন না। তবে আপনি যদি দেখতে মিস করে যান তো আমাদের Hoophaap এর পাতায় চটপট দেখে ফেলুন ট্রেলার –

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক