whatsapp channel

প্রতি মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না এই তিনটি সিরিজ

বর্তমানে এখন ওয়েব সিরিজ দেখার নেশার মতন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটা সময় মানুষ যখন কার্যত ঘরবন্দী হয়ে বসেছিল, তখন কিন্তু মুঠোফোনের মাধ্যমে ছোট ছোট ওয়েব সিরিজ তাদের সময়…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

বর্তমানে এখন ওয়েব সিরিজ দেখার নেশার মতন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটা সময় মানুষ যখন কার্যত ঘরবন্দী হয়ে বসেছিল, তখন কিন্তু মুঠোফোনের মাধ্যমে ছোট ছোট ওয়েব সিরিজ তাদের সময় কাটানোর জন্য একমাত্র পথ ছিল। ছোট ছোট ওয়েব সিরিজগুলো দেখতেও যত সুন্দর এবং দেখতেও কম সময় লাগে, বর্তমান প্রজন্মের হাতেও তো সময় কোথায়। তারা এতটাই ব্যস্ত থাকে, যে টেলিভিশনে বসে দীর্ঘক্ষণ সময় ধরে সিনেমা দেখা, তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তখন সেই জন্য তারা এই মুঠোফোনের মাধ্যমে ওয়েব সিরিজগুলো দেখে ফেলে।

Advertisements

এই ওয়েব সিরিজের মাধ্যমে অনেক নতুন নতুন অভিনেতা অভিনেত্রী নতুন করে কাজ করার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে এই ধরনের সিরিজগুলোতে যারা অভিনয় করেন, তারা কিন্তু অন্যান্য সিনেমায় যারা অভিনয় করেন, তাদের থেকে অনেক বেশি সাহসী হয়, কারণ এই ধরনের ওয়েব সিরিজের পরতে পরতে ছড়িয়ে থাকে, অনেক সাহসী রোমান্টিক দৃশ্য। যার জন্য আপনাকে অবশ্যই প্রাইভেসি খুঁজতে হবে।

Advertisements

বর্তমান যুগে ব্যস্ততার মাঝে মানুষের হাতে সময় থাকেইনা। এমন পরিস্থিতিতে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সময় কারুরই নেই। তাইতো হাতের মুঠোয় যদি একটা মুঠোফোন থাকে তাহলে তো কোন কথাই নেই। তবে বর্তমান প্রজন্মের হাতে যেহেতু সময় কম, খুবই কম। তাই তারা মুঠোফোনে ওয়েব সিরিজ দেখার দিকেই বেশি ঝুকছে। পাতি একটা এন্ড্রয়েড ফোন থাকলেই খুব সহজে চটজলদি এই ওয়েব প্লাটফর্ম গুলিতে ঘুরে আসা যেতে পারে।

Advertisements

১) ullu তে ‘Mail trail’ নামের একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রথমেই একটি মেয়ে খবর পড়ছে অর্থাৎ পুরো গল্পটাই একটি খবরের অফিসকে কেন্দ্র করে। এই মেয়েটির সাথে বসের একটা সম্পর্ক তৈরি হয়। আর একদিন খবর পড়ার সময় সে সমস্ত গোপন মুহূর্তের কথা ফাঁস করে দিতে চায়, কিন্তু তারপরে কি হয় তা দেখার জন্য আপনাকে অবশ্যই পুরো ট্রেইলার লক্ষ্য করতে হবে।

Advertisements

২) সম্প্রতি Ullu তে এক ওয়েব সিরিজ রিলিজ হয়েছে যার নাম জারুরাত।পরিচারিকা একজনের বাড়িতে কাজ করতে আসেন। সেখানে একজন প্যারালাইসিস পেশেন্টকে তাকে দেখতে বলা হয়। কিন্তু সেই রোগীকে ভালো করতে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন সেই পরিচারিকা। কিন্তু পরিচারিকার এই শারীরিক সম্পর্কের কথা তার স্বামী জানতে পেরে প্রচন্ড রাগারাগি করেন, কিন্তু তারপরে কি হয় তা দেখতে গেলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে।

৩) ‘প্রাইম শর্টস’ এ এবার দেখা গেল সিল – ৪, এর ট্রেলার দেখেই দর্শকরা পাগল হয়ে গেছেন।ওয়েব সিরিজটি প্রাইম শট অ্যাপ ডিজিটাল প্রাইভেট লিমিটেড দ্বারা নির্মিত একটি প্রাপ্তবয়স্ক হিন্দি ওয়েব সিরিজ। আয়েশা কাপুর এবং আলিয়া নাজ অভিনীত দুই মহিলা এবং তাদের বিবাহ ও প্রেমের অভিজ্ঞতাকে তাদের সম্পর্ক নিয়ে গল্পটা বানানো হয়েছে। আলিয়া নাজ, বহু জান, এবং মিসেস-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আলিয়া নাজ শিক্ষক, দিল দো,ঝোল,সিল 2, এবং ,সিল 3 তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সিল 4 হল প্রাইম শটসের একটি অসাধারণ ওয়েব সিরিজ। এই হিন্দি ভাষার ওয়েব সিরিজটি 24 মে 2022-এ রিলিজ হয়েছিল। এটি প্রাইম শট ওয়েবসাইট এবং অ্যাপে অনলাইনে দেখার জন্য উপলব্ধ। ওয়েব সিরিজে অভিনয় করেছেন আলিয়া নাজ, আয়েশা কাপুর প্রমুখ। তাদের মাখো মাখো রোমান্সে দেখে কুপোকাত নেটিজেনরা। দুই সাহসী নারীর জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে প্লট।  তারা কি চূড়ান্ত সুখ পেতে পারবে? দেখতে আপনাকে পুরো সিরিজ দেখতে হবে –

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক