TRP: প্রেমের গুঞ্জনে ভর করেই বাংলা সেরা ‘কথা’, নম্বর কমল নিম ফুলের, বাকিরা কে কোথায়!
বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের টিআরপি (TRP) প্রকাশের দিন। কোনো কারণে টিআরপি তালিকা পিছিয়ে না গেলে সাধারণত সপ্তাহের মাঝামাঝি এই দিনেই প্রকাশিত হয়ে থাকে টিআরপি লিস্ট। এ সপ্তাহে বাজিমাত করেছে স্টার জলসার ‘কথা’। ৭.৪ পয়েন্ট উঠেছে এই সিরিয়ালের ঝুলিতে। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি এবং গীতা LLB। দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। তৃতীয় স্থানে ৬.৩ পয়েন্ট নিয়ে রয়েছে ‘নিম ফুলের মধু’। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘উড়ান’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। দুই সিরিয়ালের টিআরপি যথাক্রমে ৬.২ এবং ৫.৯।
ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৮। সপ্তম স্থানে ৫.৭ নম্বর নিয়ে রয়েছে ‘রোশনাই’ এবং ‘শুভ বিবাহ’। ৫.৫ পয়েন্ট নিয়ে ‘বধূয়া’ রয়েছে অষ্টম স্থানে। জি এর ‘ডায়মন্ড দিদি’ নবম স্থানে রয়েছে ৫.৪ পয়েন্ট নিয়ে। ‘হরগৌরী পাইস হোটেল’ এবং ‘অনুরাগের ছোঁয়া’ একযোগে দখল করেছে দশম স্থান। এক নজরে দেখে ছিলেন সম্পূর্ণ টিআরপি তালিকা-
(১) কথা- ৭.৪
(২) ফুলকি, গীতা LLB- ৬.৬
(৩) নিম ফুলের মধু- ৬.৩
(৪) উড়ান- ৬.২
(৫) কোন গোপনে মন ভেসেছে, – ৫.৯
(৬) জগদ্ধাত্রী- ৫.৮
(৭) রোশনাই, শুভ বিবাহ- ৫.৭
(৮) বধূয়া- ৫.৫
(৯) ডায়মন্ড দিদি জিন্দাবাদ- ৫.৪
(১০) মিঠিঝোরা- ৪.৯
(১১) হরগৌরী পাইস হোটেল, অনুরাগের ছোঁয়া- ৪.৮
(১২) কে প্রথম কাছে এসেছি- ৪.৫
(১৩) মালাবদল- ৩.৭
(১৪) পুবের ময়না, তেঁতুলপাতা- ৩.৬
(১৫) হরগৌরী পাইস হোটেল+ চিনি- ৩.৩
(১৬) সন্তোষী মায়ের ব্রতকথা- ১.৮
(১৭) বধূবরণতুমি আশেপাশে থাকলে- ১.৫
(১৮) অমরসঙ্গী- ১.২
(১৯) কাজল নদীর জলে- ০.৯
রিয়েলিটি শো
(১) জলসা ফিকশন- ৬.২
(২) দিদি নাম্বার ওয়ান, সারেগামাপা- ৫.৫
(৩) রন্ধনে বন্ধন- ০.৮