whatsapp channel

Jyotipriyo Mallick: রেশন দুর্নীতি মামলার বড় আপডেট! কালো টাকা সাদা করতেই খোলা হয়েছিল ৩ কোম্পানি

বৃহস্পতিবার ভোর রাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাকে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ইডি। বৃহস্পতিবার সমাল থেকেই তার সল্টলেকের একজোড়া বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি অফিসাররা। বাড়িতে…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

বৃহস্পতিবার ভোর রাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তাকে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ইডি। বৃহস্পতিবার সমাল থেকেই তার সল্টলেকের একজোড়া বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি অফিসাররা। বাড়িতে বসিয়ে মন্ত্রীকে জেরা করেন ইডির দুঁদে গোয়েন্দারা। টানা ২১ ঘন্টার ম্যারাথন জেরার পর নেওয়া হয় গ্রেপ্তারীর সিদ্ধান্ত। ইডি সূত্রে জানা গেছে, বয়ানে অসঙ্গতি সহ একাধিক অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়।

Advertisements

কিন্তু ঠিক কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে? তার বাড়িতে তল্লাশি চালিয়ে ঠিক কি কি সন্দেহজনক মিলেছে? এই বিষয়ে সঠিকভাবে না জানা গেলেও ইডি সূত্রে খবর যে রেশন দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য তিনটি নতুন কোম্পানি খোলা হয়েছিল। রেশন দুর্নীতির সমস্ত টাকা সেই তিন কোম্পানিতে বিনিয়োগ করে কালো টাকাকে সাদা করার দারুন পন্থা অবলম্বন করা হয়েছিল বলে অনুমান ইডির গোয়েন্দাদের। ইডির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই নাকি বাকিবুর রহমান অন্য তিনজনের নামে এই তিন কোম্পানি খোলেন।

Advertisements

ইডি সূত্রে জানা গেছে, শ্রীহনুমান রিয়েল কম প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড নামের এই তিন কোম্পানির মাধ্যমে কালো টাকাকে সাদা করার কাজ চালাতেন বাকিবুর রহমান। এর এই তিন কোম্পানি থেকে লোন হিসেবে টাকা দেওয়া হয় রাজ্যের বনমন্ত্রীকে। যদিও সেই টাকা তিনি যে ফেরত দেননি, তা নাকি জেরে স্বীকার করেছেন বাকিবুর। অন্যদিকে এই তিন কোম্পানিকে ঘিরে রহস্য আরো বৃদ্ধি পাওয়ার কারণ হল এই তিন কোম্পানির সিল, স্ট্যাম্প সহ নানা নথি উদ্ধার হয় মন্ত্রীর বাড়ি থেকে। যদিও এই বিষয়ে কিছুই জানা নেই বলে জেরায় স্বীকার করেন মন্ত্রীর স্ত্রী ও তার পরিবার।

Advertisements

এদিকে মন্ত্রীর মত সম্পত্তির হিসেব কষলেও সেখানে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার হিসেবনিকেশ। জানা গেছে, জ্যোতিপ্রিয় মল্লিকের মোট স্থাবর সম্পত্তির পরিমান ৩ কোটি ৯৩ লক্ষ ৯৪ হাজার টাকা এবং তার স্ত্রী মণিদীপা মল্লিকের মোট স্থাবর সম্পত্তির পরিমান ২ কোটি ৩০ লক্ষ ৭১ হাজার ৭০৮ টাকা। এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর নামে থাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৪ লক্ষ ৫ হাজার টাকা।

Advertisements
whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা