whatsapp channel

Skin Care: সিঁদুর খেলে স্কিনের দফারফা? ত্বক ভালো রাখার সহজ ৩টি টিপস শিখে নিন

বিজয়া দশমীতে সিঁদুর খেলা হবেই, আর সিঁদুর খেলে আসার পরে ত্বকের দেখা যায়। নানান রকমের যায় চুলকানি আরো কতকিছু আসার পরেই ভালো করে স্নান করে নিতে পারলে ভালো হয়। কিন্তু…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

বিজয়া দশমীতে সিঁদুর খেলা হবেই, আর সিঁদুর খেলে আসার পরে ত্বকের দেখা যায়। নানান রকমের যায় চুলকানি আরো কতকিছু আসার পরেই ভালো করে স্নান করে নিতে পারলে ভালো হয়। কিন্তু এমন সময় সিঁদুর খেলা শেষ হয় সেই সময় স্নান করা কয়েকজন এর পক্ষে অসম্ভব হয়ে যায়, আর এখন এরকম আবহাওয়া পরিবর্তনের সময় অন্য সময় স্থান করলে এতে বিপরীত হতে পারে। তাই সে দিকে লক্ষ্য না দিয়ে তিনটি টিপস শিখে ফেলতে পারেন। এই তিনটি টিপস যদি আপনি সিঁদুর খেলার পরে আপনার ত্বকে চুলে এপ্লাই করেন তাহলে ত্বক দেখবেন কত সুন্দর হয়ে যাবে।

Advertisements

১) অ্যালোভেরা জেল –
অ্যালোভেরা জেল সিঁদুর তোলার জন্য খুব ভালো একটি উপাদান। মুখের মধ্যে যদি অদ্ভুতভাবে সিঁদুর লেগে যায় তাহলে প্রথমেই এসে হাতের সামান্য অ্যালোভেরা জেল নিয়ে যেখানে যেখানে সিঁদুর লেগেছে সেই জায়গাগুলো ভালো করে ঘষে ঘষে কিছুক্ষণ লাগিয়ে নিন। তারপরে পরিষ্কার ঠান্ডা জলের সাহায্যে তুলে ফেলতে পারেন এই সিঁদুর।

Advertisements

২) নারকেল তেল –
হাতে দু-এক ফোঁটা নারকোল তেল নিয়ে মুখের মধ্যে খুব ভালো ভাবে লাগিয়ে ফেলতে পারেন। চুলে যেখানে অতিরিক্ত জায়গায় সিঁদুর লেগে যায়, তাহলে খুব ভালো করে নারকেল তেলের সাহায্যে চুল ভালো করে মালিশ করে, এরপর পাতলা কোন শুকনো কাপড় দিয়ে চুল ভালো করে মুছে নিতে হবে।

Advertisements

৩) আটা –
দু তিন চামচ আটার সঙ্গে ভালো করে জল মিশিয়ে এই মিশ্রণটি মুখের মধ্যে গলায়, এছাড়া পিঠে যেখানে যেখানে অতিরিক্ত সিঁদুর লেগেছে, সেখানে ভালো করে লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media