whatsapp channel

Gold Price: সোনার দামে অবিশ্বাস্য পতন! দেখুন কতটা কমলো হলুদ ধাতুর দাম

সোনা মানেই মহার্ঘ্য। ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। মধ্যবিত্তদের কাছে সোনা কেনার থেকে ইমিটিশন কেনা ভালো। বিগত কিছু মাস বা বছরে যে ভাবে সোনার দাম বেড়ে চলেছে তাতে করে বিয়েতেও…

Avatar

HoopHaap Digital Media

সোনা মানেই মহার্ঘ্য। ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। মধ্যবিত্তদের কাছে সোনা কেনার থেকে ইমিটিশন কেনা ভালো। বিগত কিছু মাস বা বছরে যে ভাবে সোনার দাম বেড়ে চলেছে তাতে করে বিয়েতেও আজকাল জাঙ্ক জুয়েলারী বেশি পড়তে হচ্ছে। এমনকি বিশেষজ্ঞের ধারণা আগামী ৩ থেকে ৫ বছরক পর সোনার দাম দ্বিগুণ হয়ে যাবে।

কিন্তু, আজ অর্থাৎ ৩ আগস্ট সোনার দাম এতটাই কম ছিল যে মধ্যবিত্তদের নাগালের মধ্যে। মার্কিন ফেডারেল রিজার্ভ গত সপ্তাহে সুদের পরিমাণ অপরিবর্তিত রাখার পর সেভাবে সোনার দামের উত্থান পতন হয়নি। তবে এবার শুরু হয়েছে সোনার দামে রোলার কোস্টার গতি। চলুন দেখি সোনার দামের অবিশ্বাস্য পতনের রেকর্ড।

৩ আগস্ট, সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ সোনার দাম ছিল ৪৭,৯৩৩ টাকা। প্রসঙ্গত, গত বছর এই মাসেই সোনার দাম ছিল ৫৬ হাজারের ঘরে।

কলকাতায় সোনার দাম আজ

পাকা সোনা – ১ গ্রাম – ৪৮৬৫ টাকা।
২৪ ক্যারেটে পাকা সোনা- ১০ গ্রাম- ৪৮৬৫০ টাকা। গহনার সোনা- ২২ ক্যারেট-১ গ্রাম ৪৬১৫ টাকা।
১০ গ্রাম- ৪৬১৫০ টাকা।
২২ ক্যারেটে হলমার্কের সোনার দাম ১ গ্রামে ৪৬৮৫ টাকা। এবং ১০ গ্রামে দাম ৪৬৮৫০ টাকা।

সোনার পাশাপাশি জেনে নিন রুপোর দাম

৩ অগাস্ট রুপোর দাম ১ কেজিতে হয়েছে ৬৭,৫২৮ টাকা। চলছে শ্রাবণ মাস। অর্থাৎ বিয়ের মরশুম চলছে। খেয়াল রাখুন সোনা রুপোর দামের চার্ট। যেদিন কম হবে বেরিয়ে পড়ুন সোনা কিনতে বা বুক করতে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media