Hoop NewsHoop Trending

Gold Price Today: সোনার দামে ব্যাপক পতন, লক্ষ্মীবারের আগেই কমলো সোনার দাম

সোনার দাম এখনও মধ্যবিত্তদের হাতের নাগালেই আছে। আজকের সোনার দামে ব্যাপক পতন দেখা গিয়েছে। গতকালের তুলনায়, আজ হলমার্ক সোনা ২০ টাকা কম! হলমার্ক সোনার গতকালের দাম ছিল ৪,৮৪০ টাকা ( ১ গ্রামের) । আজ সেই দাম দাড়িয়েছে – ৪,৮২০ টাকা (১ গ্রামের)। যদি ১০ গ্রামের কোনো গহনা বুক করতে চান তবে শুধু মাত্র সোনার দাম আসবে ৪৮,২০০ টাকা। বাকি জি এস টি ও মেকিং চার্জ আলাদা। চলুন দেখে নিই আজকের ও গতকালের সোনার এবং রুপোর দাম।

গতকালের সোনার দাম-» ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম অনুযায়ী – ৪,৭০০ টাকা। ১০ গ্রামের দাম – ৪৭,৭০০ টাকা। হলমার্ক গহনা সোনার দাম – ৪৮,৪০০ টাকা (১০ গ্রাম অনুযায়ী)। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম অনুযায়ী – ৫০,৩০০ টাকা। (জি. এস. টি আলাদা)। রূপার বাট (প্রতি কেজি) ৫৫,৭০০ টাকা। রূপা খুচরো (প্রতি কেজি) ৫৫,৮০০ টাকা।

আজকের (২৮.৯.২২) সোনার দাম-» ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম অনুযায়ী – ৪,৭৫০ টাকা। ১০ গ্রামের দাম – ৪৭,৫০০ টাকা। হলমার্ক গহনা সোনার দাম – ৪৮,২০০ টাকা (১০ গ্রাম অনুযায়ী)। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম অনুযায়ী – ৫০,০৫০ টাকা। ( জি. এস. টি আলাদা )। রূপার বাট (প্রতি কেজি) ৫৫,৬০০ টাকা। রূপা খুচরো (প্রতি কেজি) ৫৫,৭০০ টাকা।

সোনা কেনার পূর্বে অবশ্যই দাম যাচাই করে কিনতে যাবেন। উপরের লিখিত সোনার দামে জি. এস. টি যুক্ত নেই। প্রত্যেকটি দোকানের মেকিং চার্জ আলাদা হয়, তাই জি. এস. টি ও মেকিং চার্জ সহ গোটা জিনিসটির দামের পার্থক্য হয়। উল্লেখ্য, সোনার গহনা কেনার সময় অবশ্যই হলমার্ক দেখেই কিনবেন।

whatsapp logo