Hoop Diary

ইতিহাসের পাতায় আজকের দিনটির গুরুত্ব

আজ ১১ই অক্টোবর, চলুন জেনে নেওয়া যাক ইতিহাসের পাতায় আজকের দিনটির গুরুত্ব:-

ঘটনাবলী-»
১) ১৭৩৭ সালে আজকের দিনে কলকাতায় যুগপৎ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের তিন লাখ লোকের মৃত্যু হয়েছিল।

২) ১৮৭১ সালে আজকের দিনের শিকাগোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে আয়ত্ত আনা হয়।

৩) ১৯৭২ সালে আজকের দিনে চিন আর জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

৪) ১৯৭৪ সালে আজকের দিনে গিনি-বিসাউ ও গ্রানাডা জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

৫) ১৯৭৮ সালে আজকের দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে বর্ণবাদ বিরোধী বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

জন্ম-»
১) ১৬১৬ সালে আজকের দিনে জার্মান কবি ও নাট্যকার আন্দ্রিয়াস গ্রয় ফিউজ জন্মগ্রহণ করেন।

২) ১৭৩৮ সালে আজকের দিনে ইংরেজি অ্যাডমিরাল ও রাজনীতিবিদ, আর্থার ফিলিপ জন্মগ্রহণ করেন।

৩) ১৮৭১ সালে আজকের দিনে আবদুল করিম, একজন সাহিত্যবিশারদ বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক জন্মগ্রহণ করেন।

৪) ১৮৭৭ সালে আজকের দিনে সাহিত্যিক সমালোচক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

৫) ১৯৪২ সালে আজকের দিনে জনপ্রিয় ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ১৯৩৮ সালে আজকের দিনে বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদ নগেন্দ্র নাথ বসু মৃত্যুবরণ করেন।

২) ২০০৭ সালে আজকের দিনে বাঙালি মহাত্মা ও হিন্দু ধর্মের সংস্কারক লেখক শিল্পী কবি ও সঙ্গীতজ্ঞ চিন্ময় কুমার ঘোষ মৃত্যুবরণ করেন।

৩)২০১৯ সালে আজকের দিনে মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রবার্ট ফরস্টার মৃত্যুবরণ করেন।

অন্যান্য-»
১) আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।

whatsapp logo