Hoop Diary

আজকের দিনলিপি ইতিহাসের পাতা থেকে

আজ ১২ অক্টোবর, ইতিহাসের পাতায় আজকের দিনটির গুরুত্ব জেনে নিন:-

ঘটনাবলী-»
১) ১৪৯২ সালে আজকের দিনে পর্তুগিজ নাবিক কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছান। আবিষ্কার হয় আমেরিকা মহাদেশ।

২) ১৫৩২ সালে আজকের দিনে ফ্রাসোয়া পিজারোর নেতৃত্বে স্প্যানিশ বাহিনীর উপর হামলা চালায়।

৩) ১৭৮১ সালে আজকের দিনে ব্রিটিশ সেনাবাহিনী দক্ষিণ ভারতের নাগাপট্টম অধিকার করেন।

৪) ১৯০৯ সালে আজকের দিনে কলকাতায় অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষিত হয়।

৫) ১৯৬৪ সালে আজকের দিনে তিন রুশ নভোচারী মহাশূন্যে ভ্রমণ শেষে ভূপৃষ্ঠে অবতরণ করেন।

৬) ১৯৬৮ সালে আজকের দিনে ঘানা স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।

৭) ১৯৯২ সালে আজকের দিনে কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু হয়।

জন্ম-»
১) ১৮৬৪ সালে আজকের দিনে বাঙালি কবি কামিনী রায় জন্মগ্রহণ করেন।

২) ১৮৬৫ সালে আজকের দিনে ইংরেজি রসায়নবিদ আর্থার হার্ডেন জন্মগ্রহণ করেন।

৩)১৮৯৬ সালে আজকের দিনে ইতালীয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তাল জন্মগ্রহণ করেন।

৪) ১৯০২ সালে আজকের দিনে পর্বতপ্রেমিক অক্লান্ত পরিব্রাজক ও অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনীকার উমাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

৫) ১৯২৪ সালে আজকের দিনে রবীন্দ্র সংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ১৯৯৭ সালে আজকের তিনি উমাপ্রসাদ মুখোপাধ্যায় একজন পর্বতপ্রেমিক অক্লান্ত পরিব্রাজক এক অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণকাহিনীকার আজকের দিনে মৃত্যুবরণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য এই একই দিনে তার জন্ম ও মৃত্যু হয়েছিল।

২) ১৯৯১ সালে আজকের দিনে ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামে বিশ্বনাথ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

৩) ১৯৮১ সালে আজকের দিনের ভারতের পদার্থবিদ রসায়নবিদ ডক্টর গুরুপ্রসাদ চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

অন্যান্য-»
১) আজ বিশ্ব অর্থনৈতিক দিবস।
২) আজ বিশ্ব চক্ষু দিবস।

whatsapp logo