Hoop Diary

ইতিহাসের পাতায় আজকের দিনটি

আজ ৪ঠা অক্টোবর। চলুন ফিরে দেখা যাক ইতিহাসের পাতায় আজকের দিনটির গুরুত্ব।

ঘটনাবলী-»
১) ১৯৫৯ সালে আজকের দিনের সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তুলেছিল।

২) ১৯৬৩ সালে আজকের দিনে ক্যারিবিয়ান সমুদ্রে প্রচন্ড ঝড় উঠেছিল। ওই ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্র সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জাম আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এই ভয়াবহ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ছয় হাজার লোক মারা যায়।

৩) ১৯৬৩ সালে আজকের দিনে জাম্বিয়া পূর্ণস্বায়ত্তশাসনের লাভ করে।

৪) ১৮৫৫ সালে আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।

৫) ১৫৩৫ সালে আজকের দিনে ইংরেজি ভাষায় প্রথম বাইবেল ছাপা হয়।

৬) ১৯১১ সালে আজকের দিনে লন্ডনে প্রথম পাতাল রেল স্টেশন প্রতিষ্ঠিত হয়।

জন্ম-»
১) ১৭৯৩ সালে আজকের দিনে ইংরেজি আইনজীবী, রাজনীতিবিদ চার্লস পিয়ারসন জন্মগ্রহণ করেন।

২) ১৮৭৭ সালে আজকের দিনে ইংরেজ প্রথম শ্রেণীর ক্রিকেটের রেজার স্মিথ জন্মগ্রহণ করেন।

৩) ১৯১৯ সালে আজকের দিনে একজন বিশিষ্ট বাঙালি কবি মনীন্দ্র রায় জন্মগ্রহণ করেন।

৪) ১৯৩১ সালে ভারতীয় বাঙালি সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

৫) ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড পিদি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ২০১৯ সালে আজকের দিনে ডাইঅ্যান ক্যারল নামে এক সংগীতশিল্পী ও মডেল মৃত্যুবরণ করেন।

২) ১৯৪৭ সালে মাক্স প্লাঙ্ক নামের এক জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আজকের দিনে মৃত্যুবরণ করেন।

৩) ১৬৬৯ সালে রেমব্রন্ট ফান রেইন হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী ও ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী আজকের দিনে মৃত্যুবরণ করেন।

অন্যান্য-»
১) আজ বিশ্ব প্রাণী দিবস।

whatsapp logo