Weather Report: কলকাতা সহ সংলগ্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী বৃষ্টির ইঙ্গিত উত্তরবঙ্গে
সকালে ঘুম থেকে ওঠার পর আকাশ দেখে বোঝার উপায় নেই এটা সন্ধ্যা নাকি সকাল। আজ রবিবার ভোর থেকেই বৃষ্টির ঘনঘটা। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগেই জানানো হয়েছিল যে ৮ তারিখ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভারী বর্ষণ হবে, সেহেতু আজ সকাল থেকেই জলে ভাসলো রাজ্যের বিভিন্ন জেলা।
এমনিতেই শ্রাবণ মাস। বৃষ্টির সময়। তার মধ্যে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ এই বৃষ্টির রেশ আরো বাড়িয়ে দিয়েছে। এখনও পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এটি হিমালয় সংলগ্ন এলাকায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে অবস্থান করবে। সুতরাং আগামী কাল থেকেই পাহাড়ি অঞ্চলে বৃষ্টির সম্ভবনা আছে।
অবশ্য, এই ঘূর্ণাবর্ত এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর অবস্থান করছে। সুতরাং এখনই বৃষ্টি থেকে রেহাই পাওয়ার সম্ভবনা নেই। এই ঘূর্ণাবর্তের কারণেই রবিবার ছিল আকাশ মেঘলা ও বৃষ্টির তোড়জোড়। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। পাঁচ জেলায় মূলত বৃষ্টির প্রভাব বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে আগামী কয়েক ঘণ্টায় ভারি বৃষ্টির আশঙ্কা।
আজ বিকেলে যদি কোথাও যাওয়ার প্ল্যান করেন অবশ্যই রেনকোট বা ছাতা নিন। আজ রাতেও বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া সূত্রের খবর, মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি ক্রমশ উত্তর দিকে সরে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে আগামী ৩৬ ঘন্টার মধ্যে। ফলে, এর প্রভাবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়।