কি অদ্ভুত মিল, আসল নাম তার বিশ্বরূপ সেনগুপ্ত, আর ডাকনাম তার যীশু। এই ডাক নামেই তিনি বেশি পরিচিত, আর এই মানুষটাই একটা সময় শ্রী চৈতন্য মহাপ্রভু চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন। এখনও তিনি প্রতিষ্ঠিত এবং সুপরিচিত, কিন্তু আজও পর্দার চৈতন্য মহাপ্রভু বললে যীশু সেনগুপ্তর নাম আসে। আজকের যীশু অভিনয়ে যেমন দক্ষ তেমনই তার একটা আলাদা প্যাশান আছে। তিনি ক্রিকেট খেলতে খুবই পছন্দ করতেন। হ্যাঁ, তিনি প্রধানত একজন ক্রিকেটার, যিনি কিছু সাব জুনিয়র খেলায় বাংলার প্রতিনিধিত্ব করতেন একটা সময়। অনেকেই হয়তো জানেন না যে যীশু ২০১২ সালে অনুষ্ঠিত টি২০ টিম ইন্ডিয়ান সেলিব্রিটি ক্রিকেট লীগ এর অভ্যন্তরীণ অংশে কাজ করেছেন।
‘মহাপ্রভু’র পর যীশুকে দেখা যায় মেগা ধারাবাহিক ‘অপরাজিত’ তে। জীবন তার থামেনি ২০২০ তেও। একটা সময় বাংলা সিনেমায় ছোট ভাই, বা দেওর এসব চরিত্র করতেন। কিন্তু এখন সে নায়ক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নায়ক হওয়ার স্বাদ চেখে দেখেছেন তিনি। এইতো ২০২০ তেই ‘শকুন্তলা দেবী’, ‘সড়ক ২’, ‘দুর্গামতী’র মতো একাধিক বড় ব্যানারের ছবিতে অভিনয় করেছেন! তার সঙ্গেই আবার তালিকায় যোগ হয়েছে হটস্টারের সিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস’।
যীশু যেমন দেওর, ছোট ভাইয়ের চরিত্র করে একটা সময় কাটিয়েছেন ঠিক তেমনই তিনি শ্যাম বেনেগাল এর ‘নেতাজী সুভাশ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’ সিনেমা, ঋতুপর্ণ ঘোষ এর ‘দ্য লাস্ট ইয়ার’ সিনেমা (যেখানে তার সহ-শিল্পী থাকেন অমিতাভ বচ্চন), ‘সব চরিত্র কাল্পনিক’ এবং ‘আবহমান’ এবং গৌতম ঘোষ এর ‘আবার অরণ্যে’ সিনেমায় কাজ করেন। এছাড়াও তিনি ‘টাইপ রাইটার’ নামে একটি ভূতের মুভিতেও কাজ করেন যদিও এটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পায়। বড় পর্দাতে একজন গোরা রাজনীতিবিদের ভূমিকায় কাজ করেন। যীশুর কাজ হতে গুনে শেষ করা সম্ভব নয়।
নাহ, শুধু সিনেমা, ধারাবাহিক বা ওয়েব সিরিজ নয়, তিনি অনুষ্ঠান সঞ্চালনাও করে গেছেন সদর্পে। সারেগামাপা নামক একটি গানের রিয়্যালিটি শোয়ের তিনি ছিলেন বাঁধাধরা সঞ্চালক। বর্তমানে হাসির মঞ্চে নিজের ক্যারিশমা দেখাচ্ছেন যীশু।
শুধু কাজেই যে তিনি বদ্ধপরিকর, এমনটা নয়। ব্যাক্তিগত জীবনেও একইরকম। ২০০৪ এ তিনি নীলাঞ্জনা শর্মাকে বিয়ে করেন। তাদের এই মুহূর্তে দুটি কন্যা সন্তান আছে যার মধ্যে একজন ইতিমধ্যে পর্দায় পা রেখে দিয়েছেন।