whatsapp channel

Monami Ghosh: মনামীর এই পাঁচটি ছবি আজও উত্তাপ বাড়িয়ে দেয় পুরুষ-মনে

বাংলার অভিনয় জগতে মনামী একজন উজ্জ্বল নক্ষত্র। তার বয়স হয়েছে বয়স বোঝা যায় না, তার শরীরের মাখোমাখো ত্বক আর সুন্দর চুল দেখে কখনো শাড়ি পরে 'আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি'…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

বাংলার অভিনয় জগতে মনামী একজন উজ্জ্বল নক্ষত্র। তার বয়স হয়েছে বয়স বোঝা যায় না, তার শরীরের মাখোমাখো ত্বক আর সুন্দর চুল দেখে কখনো শাড়ি পরে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি’ কখনো বা জলের মধ্যে রঙিন বিকিনিতে মন জয় করছেন নেটিজেনদের। জলের ভেতর সিক্ত শরীরে তাকে একেবারে মৎস্যকন্যার মতন দেখতে লাগছে ফর্সা ত্বকের ওপরে রংবেরঙের বিকিনিতে সেজে উঠেছেন, নানান পোজে তিনি ছবি দিয়েছেন ইনস্টাগ্রাম এর মাধ্যমে, তবে তার শরীরের প্রত্যেকটি ভাঁজ যেন স্পষ্ট হয়ে উঠেছে, অনুরাগীরা সেই অসাধারণ সৌন্দর্য যেন তারিয়ে তারিয়ে উপভোগ করছেন।

Advertisements

১৯৯৭ সালে সমরেশ মজুমদার রচিত ‘সাতকাহন’ অবলম্বনে দেবীদাস ভট্টাচার্যের চলচ্চিত্রে নায়িকা হিসেবে প্রথম অভিনয় জগতে পা রাখেন মনামী ঘোষ। তারপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। টেলিভিশনের ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তিনি নিজের যোগ্যতা প্রমাণ করে গেছেন। শ্যাওলা, সাতকাহন, এক আকাশের নিচে, পুন্যি পুকুর, ইরাবতীর চুপকথা এই সমস্ত ধারাবাহিকে নজর করা অভিনয় করেছিলেন মনামী ঘোষ। এছাড়াও মাটি, এক মুঠো ছবি, বেলাশেষে, ওগো বধূ সুন্দরী, ভূতের ভবিষ্যৎ, কালোচিতা, বেলাশুরু অসাধারণ অভিনয় করেছেন মনামী ঘোষ।

Advertisements

তবে শুধুমাত্র অভিনয় নয়, তার পাশাপাশি এই প্রিয় অভিনেত্রীকে আমরা প্রায়শই দেখতে পাই তার নিজস্ব instagram পেজে। কখনো শাড়ি পড়ে, কখনো বিকিনিতে, কখনো আবার স্বল্প পোশাকে অসাধারণ সুন্দরী অভিনেত্রী ছবি দিয়ে থাকেন। তবে পোশাক নিয়ে এই ট্রোল বা ঠাট্টাকে খুব একটা পাত্তা দেন না, মনামী ঘোষ। বরং সেই পোশাককে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারি করেছেন তিনি। আজকে আমাদের আলোচনার বিষয় শাড়িতে মনামী।  দেখে কয়েক ঝলক –

Advertisements

১) সাদা রঙে স্নিগ্ধ মনামী -সম্প্রতি ১৬ই জানুয়ারি একটি সাদা সিল্কের শাড়ি পরে মনামি তার ছবি পোস্ট করেছিলেন Instagram এ। কালো রঙের স্লিভলেস, চৌকো গলা ব্লাউজ পরেছেন তিনি। কপালে লাল রংয়ের বড় টিপ, আর সদাহাস্য মুখে মনামি বেশ সুন্দর লাগছে। সাদা সিল্কের শাড়ির সঙ্গে বাধা চুল নয়, স্ট্রেইট খোলা চুলই পছন্দ করেছেন তিনি। প্রায় ৩০ হাজার লাইক পড়েছে। ১৯৫ জন কমেন্ট করে প্রশংসা জানিয়েছেন।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

২) সবুজ রঙে সুন্দরী মনামী – সম্প্রতি ৮ই জানুয়ারি সবুজ শাড়ি পরে একটি ছবি পোস্ট করেছিলেন মনামি। সাথে পরেছেন সিলভার জাঙ্ক জুয়েলারি। সাথে সবুজ ব্লাউজ আর চুল সামান্য কার্লি। কপালে ছোট্ট টিপ। ক্যাপশনে লিখেছেন, ”On a throwback sunday like this’. ৩৮হাজার লাইক, ২৬৮ জন কমেন্ট করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

৩) সিল্ক বাটিকে আনমনা মনামী – সম্প্রতি ৩০ শে জানুয়ারি মনামি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা গেছে সিল্ক বাটিক পরে রয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন অচিনপুরে’। সাথে পরেছেন লাল রঙের কাঁথা স্টিচের ব্লাউজ। তবে কোন অলংকারের সাজ নেই, আর চুল পনিটেল করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

৪) লাল টুকটুকে শাড়িতে আগুন মনামী – লাল টুকটুকে শিফন শাড়িতে সেজে উঠেছিলেন মনামি ঘোষ, সম্প্রতি আগের বছর দোষই ডিসেম্বর তিনি এই ছবিটি শ্যুট করে Instagram এ দেন, আর তারপরে পৌঁছে যায় মানুষের কাছে, প্রায় ৫০ হাজার জন লাইক করেছেন ছবিটিতে। পিঠ খোলা ব্লাউজে আবেদনময়ী মনামি। কানে লাল ষ্টোনের দুল। প্রায় ৩৪৩ জন কমেন্ট করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

৫) গাঢ় নীল শাড়িতে লাস্যময়ী মনামী – গাঢ় নীল এর সঙ্গে কালো কম্বিনেশন এর শিফন শাড়ি পরেছেন, মনামি ঘোষ ব্লাউজ আর হাতে পরেছেন, সাদা রঙের নেলপালিশ এবং সদা হাস্যমুখে ছবি তুলেছেন তিনি। গত বছর ২২ শে ডিসেম্বর ছবিটি সোশ্যাল মিডিয়া দেন তিনি। প্রায় ৬৭ হাজার লাইক পড়েছে। অনেকে প্রশংসাও করেছেন তার রূপের।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক