Advertisements

Train Time: ট্রেনের সময়সূচিতে আবারো বদল, দীঘা যাওয়ার আগে চোখ বুলিয়ে নিন এই তালিকায়

Shreya Maitra Chatterjee

Shreya Maitra Chatterjee

Follow
Advertisements

শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর দুর্ঘটনা ঘটেছে। যা সত্যিই খুব মর্মান্তিক। এক্সপ্রেস এর পিছনে ধাক্কা মেরেছে মালগাড়ি। তারপরে বেশ কয়েকদিন হয়ে গেল, এখানে যাতায়াত করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, মানুষকে ট্রেনের সময়সূচি বদলে গেছে নানা রূপ দিয়ে ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

ক)১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস
বৃহস্পতিবার ২০ জুন হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সকাল ৬.৪৫ মিনিটে, তা ছেড়েছে সকাল ৮টায়।

খ) ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস
বৃহস্পতিবার ২০ জুন দিঘা থেকে ১০.৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল, ছাড়ছে ১১টা ৫০ মিনিটে।

গ) ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস
বৃহস্পতিবার ২০ জুন হাওড়া থেকে ছাড়ার কথা আছে বিকেল ৩টে ৪০ মিনিটে, ছাড়ার কথা ছিল ২টো ২৫ মিনিটে।

ঘ) ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস
বৃহস্পতিবার ২০ জুন দিঘা থেকে ছাড়ার কথা আছে সন্ধে ৭টা ৪০ মিনিটে। ট্রেনটির সময় ছিল সন্ধে ৬টা ২৫ মিনিট।

এর আগেও করসপন্ডিং ট্রেন দেরিতে চলার জন্য বেশ কিছু ট্রেনে সময় বদলে যায়, আর কোন কোন ট্রেনের ক্ষেত্রে এটা ঘটেছিল দেখে নিন-

১) ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস

ট্রেনটি বৃহষ্পতিবার ২০ জুন শিয়ালদহ ছাড়বে রাত ২ টোয়। ছাড়ার কথা ছিল সন্ধে ৭টা ৪০ মিনিটে।

২) ১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস

রাত ১২টা ১৫ মিনিটে এটি ছাড়বে। ছাড়ার কথা ছিল ১৯ জুন রাত ৮টা ৩৫ মিনিটে।

৩) ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

২০ জুন ভোর ৩টে ৩০ মিনিটে ছাড়বে
ছাড়ার কথা ছিল ১৯ জুন ১১টা ২০ মিনিটে।

৪) ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস

কাল ট্রেনটি ছাড়ল ভোর ৫টার সময়ে, ছাড়ার কথা ছিল আজ বিকেল ৪টে ০৫ মিনিটে।

এ ছাড়াও সময় বদলেছে,
১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের, ১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেসেরও।

Shreya Maitra Chatterjee
Shreya Maitra Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে ...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow