Digha Train: দীঘা যাওয়ার প্ল্যানে পড়ল জল, বদলে গেল একগুচ্ছ ট্রেনের সময়সূচী
দিন কয়েক আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা মানুষের মনে এখনো দগদগে ক্ষত হয়ে রয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় বহু মানুষের যেমন ক্ষতি হয়ে গিয়েছে, তেমনি প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। ওই দুর্ঘটনার পর থেকেই রেলে নানান পরিবর্তন ঘটছে। কখনো ট্রেনের সময়সূচী (Train Time) বদল হচ্ছে, কখনো আবার ট্রেন বাতিল হচ্ছে। এবার দীঘাগামী ট্রেনের ক্ষেত্রেও কিছু অদলবদলের ঘোষণা এল।
কিছু কিছু ট্রেনে বদল হয়েছে সময়সূচী
১২৮৫৭ হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ২০ জুন হাওড়া থেকে সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ ছাড়ার কথা ছিল। কিন্তু তা ছেড়েছে সকাল ৮ টায়।
১২৮৫৮ দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ২০ জুন দীঘা থেকে ১০ টা ৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল। তা ছাড়ছে ১১ টা ৫০ মিনিটে।
২২৮৯৭ হাওড়া দীঘা কাণ্ডারী এক্সপ্রেস ২০ জুন হাওড়া থেকে দুপুর ২ টো ২৫ মিনিটে ছাড়ার কথা ছিল। ছেড়েছে ৩ টে ৪০ মিনিটে।
২২৮৯৮ দীঘা হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস ২০ জুন হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে। আর ছাড়ার কথা রয়েছে ৭ টা ৪০ মিনিটে।
এর আগে করসপন্ডিং ট্রেন দেরিতে চলায় যে ট্রেনগুলির সময়সূচী বদলেছিল
১৩১৪৭ শিয়ালদহ বামনঘাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ২০ জুন সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল। তবে ছাড়বে রাত ২ টোয়।
১৩১৪৯ শিয়ালদহ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ১৯ জুন রাত ৮ টা ৩৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছাড়ছে ২০ জুন রাত ১২ টা ১৫ মিনিটে।
১২৩৭৭ শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ১৯ জুন ১১ টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছাড়ছে ২০ জুন ভোর ৩ টে ৩০ মিনিটে।
১২৩৪৫ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ১৯ জুন বিকেল ৪ টে ০৫ মিনিটে। তবে ছেড়েছে ২০ জুন ভোর ৫ টার সময়ে।
এছাড়া ১২০৪১ হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস এবং ১৩১৪১ শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেসের সময়সূচীও বদল হয়েছে।