Gold Price Today: সপ্তমীর সকালে সোনার দামে ঘটল পরিবর্তন, আজ কি গয়না কেনার দুর্দান্ত সুযোগ রয়েছে!
আজ মহা সপ্তমী। শারদীয়া ভোরের প্রথম আলো সঙ্গেই আজ দেবীর আগমন ঘটেছে বাংলার প্রতিটি মণ্ডপ ও মন্দিরে। আজ সকাল থেকে পুজোপাঠের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়েছে। আজ সপ্তমীর সাজে বাংলার মহিলারা নিজেদের মধ্যে আভিজাত্য আনতেই ভালোবাসেন। তবে শাড়ির সাজ সোনার গয়না ছাড়া যেন অসম্পূর্ণ। তাই সোনার দামের দিকে আজ চোখ থাকে সকলের। কিন্তু বিগত কয়েকদিন ধরে সোনার দামের উর্ধগতি চিন্তায় ফেলছে সকলকেই।
এই উর্দ্ধমুখী বাজারে গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজারদর ছিল স্থিতিশীল অবস্থায়। আর সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দাম রইল উর্দ্ধমুখী অবস্থায়। তবে, এদিন বৃদ্ধি বা হ্রাস পেল না রূপোর দাম। এখন দেখে নিন, এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা। একনজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (২১.১০.২০২৩-শনিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৫৩০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৪০০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (২০.১০.২০২৩-শুক্রবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,৭৬০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৭০০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
৭৭০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
৭০০ টাকা।
আজ কলকাতায় রূপোর দাম (২১.১০.২০২৩-শনিবার)
৭৪,১০০ টাকা প্রতি কেজি
গতকাল কলকাতায় রূপোর দাম (২০.১০.২০২৩-শুক্রবার)
৭৪,১০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি
প্রসঙ্গত, শনিবার বিশ্ব বাজারে সামান্য ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ১৯৭৭.৭০ মার্কিন ডলার। আজ তা বেড়ে হয়েছে ১৯৮১.২০ মার্কিন ডলার। আর এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা গেছে। কারণ দেশীয় বাজারে আজ সোনার দাম রয়েছে উর্দ্ধমুখী অবস্থায়।