Advertisements

Train Cancel: শিয়ালদহের পর এবার খড়গপুর শাখা, ট্রেন বন্ধের নোটিশে চরমে যাত্রী ভোগান্তি

Nirajana Nag

Nirajana Nag

Follow
Advertisements

শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনের ট্রেন বন্ধ থাকায় ভোগান্তির কথা এখনো ভোলা যায়নি। প্ল‍্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ না হওয়ায় এখনো পর্যন্ত কিছু সমস‍্যা রয়েই গিয়েছে যাত্রীদের। এর মাঝেই ফের হাওড়া খড়গপুর শাখায় (Kharagpur Division) ট্রেন চলাচল বিপর্যস্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে। প্রায় ১০ দিনের কাজের জন‍্য দূরপাল্লার ৩২ জোড়া ট্রেনের সঙ্গে প্রায় ১৬৬ টি লোকাল ট্রেন বাতিল হতে চলেছে বলে জানা যাচ্ছে।

খড়গপুর শাখায় চলবে কাজ

দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, আন্দুল স্টেশনের কাছে নন ইন্টারলকিং এর কাজ শুরু হতে চলেছে। তার জন‍্য ব্লক নিতে হবে। এর কারণে ট্রেন চলাচল কিছুদিনের জন‍্য বিপর্যস্ত হতে পারে বলে জানা যাচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের অপারেটিং বিভাগের তরফে এ বিষয়ে খসড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। এই খসড়া অনুযায়ী, ২২ শে জুন থেকে ১ লা জুলাই পর্যন্ত ১০ দিন কাজ চলতে পারে নন ইন্টারলকিং এর। জানা গিয়েছে, ২৮ শে জুন থেকে ১ লা জুলাই পর্যন্ত নন ইন্টারলকিং এর মূল কাজ চলতে পারে। তার আগে প্রি ইন্টারলকিং এর কাজ চলতে পারে ২২ থেকে ২৭ শে জুন পর্যন্ত।

কতদিন বন্ধ থাকবে ট্রেন

জানা যাচ্ছে, এর জেরে ২২ শে জুন থেকেই হাওড়া খড়গপুর, হাওড়া মেদিনীপুর, হাওড়া পাঁশকুড়া, পাঁশকুড়া দীঘা, হাওড়া আমতা, হাওড়া মেচেদার মতো খড়গপুর ডিভিশনের একাধিক রুটে লোকাল ট্রেন বাতিল হতে পারে। শেষ চারদিনে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে জানা যাচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮-২৯ শে জুন ৪৫ টি লোকাল ট্রেন, ২৯-৩০ শে জুন ৪৪ টি লোকাল ট্রেন, ১ লা জুলাই ৪৫ টি লোকাল ট্রেন বাতিল হতে পারে। হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, শালিমার পুরী ধৌলি, হাওড়া টিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, হাওড়া দীঘা তাম্রলিপ্ত, হাওড়া পুরী শতাব্দী, হাওড়া টাটানগর স্টিল, পুরী শিয়ালদহ দুরন্তর মতো ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল হতে পারে বলে জানা যাচ্ছে।

ভোগান্তি যাত্রীদের

এছাড়াও বিভিন্ন দিনে ৮ টি ট্রেনের সময়সূচি বদলানো হতে পারে। খসড়া নির্দেশিকায় জানানো হয়েছে, বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষেপে খড়গপুর পর্যন্ত চালানো হতে পারে। এতে নিত‍্যযাত্রীদের দুর্ভোগ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই গরমে ভিড় বাড়ায় অনেকে অসুস্থও হয়ে পড়তে পারেন। এমন ঘটনা শিয়ালদহ ডিভিশনে ট্রেন বাতিল থাকার সময়েও দেখা গিয়েছে। এমতাবস্থায় দাবি উঠছে, রাতের দিকে বা ছুটির দিনে এই কাজগুলি করার। খড়গপুর রেল ডিভিশনের তরফে জানানো হয়েছে, সব দিক বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখা...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow