Bengali SerialHoop Plus

TRP: ‘অনুরাগের ছোঁয়া’র সামনে মুখ থুবড়ে পড়ল ‘জগদ্ধাত্রী’, শেষের মুখে ছন্দপতন ‘মিঠাই’-এর!

আজ প্রকাশিত হল বাংলা মেগা সিরিয়াল ও রিয়েলিটি শোয়ের টিআরপি তালিকা। আর এই সপ্তাহে তালিকার শীর্ষস্থানে ফের ঘটল পরিবর্তন। বিগত কয়েক সপ্তাহ দ্বিতীয় স্থানে থাকার পর ফের ‘জগদ্ধাত্রী’-কে টপকে তালিকার সিংহাসনে আসীন হল ‘অনুরাগের ছোঁয়া’। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিককে দর্শকরা দিল দ্বিতীয় স্থান। এবারও তৃতীয় স্থানে রইল ‘গৌরী এলো’। চতুর্থ স্থানেই রইল ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি। তবে এই সপ্তাহে উত্থান ঘটিয়ে পঞ্চম দখল করল ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকটি।

এই সপ্তাহে একধাপ নেমে ষষ্ঠ স্থান দখল করল ‘রাঙা বউ’ ধারাবাহিকটি। তবে এবার নবম থেকে সপ্তম স্থানে নেমে এল ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকটি। এই সপ্তাহে অষ্টম স্থান দখল করল ‘পঞ্চমী’ ধারাবাহিকটি। এদিকে তালিকার নবম স্থানে নেমে এল ‘মেয়েবেলা’ ধারাবাহিক। তালিকার দশম স্থানটি দখল করল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এবং ‘হরগৌরী পাইস হোটেল’ এই দুটি ধারাবাহিক। শেষের মুখে ছন্দপতন ঘটল ‘মিঠাই’-এর। তালিকায় যুগ্মভাবে ‘রামপ্রসাদ’-এর সঙ্গে ত্রয়োদশ স্থান পেল এই ধারাবাহিক। একনজরে দেখে নিন এই সপ্তাহের পূর্ণাঙ্গ টিআরপি তালিকা:-

(১) অনুরাগের ছোঁয়া – ৮.২
(২) জগদ্ধাত্রী – ৭.৯
(৩) গৌরী এলো – ৭.৪
(৪) নিম ফুলের মধু – ৭.২
(৫) বাংলা মিডিয়াম – ৬.২

(৬) রাঙা বউ – ৬.১
(৭) এক্কা দোক্কা – ৫.৯
(৮) পঞ্চমী – ৫.৮
(৯) মেয়েবেলা – ৫.৭
(১০) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, হরগৌরী পাইস হোটেল – ৫.৫

(১১) খেলনা বাড়ি, গাঁটছড়া – ৫.৪
(১২) সোহাগ জল – ৪.১
(১৩) রামপ্রসাদ, মিঠাই – ৩.৭
(১৪) ইচ্ছে পুতুল – ৩.৬
(১৫) মুকুট – ৩.২

(১৬) মন দিতে চাই – ৩.০
(১৭) গোধূলি আলাপ – ২.৯
(১৮) শ্রীকৃষ্ণ লীলা – ২.৩
(১৯) গুড্ডি – ২.২
(২০) ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ – ১.১

রিয়েলিটি শো

(১) দিদি নং-১ – ৫.৩
(২) ড্যান্স বাংলা ড্যান্স – ৫.০
(৩) সুপার সিঙ্গার সিজন-৪ – ৩.৫